[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৩
৪১. চাহিদার সঙ্গে দামের কী ধরনের সম্পর্ক?
ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী
গ. বিপরীত ঘ. ঘনিষ্ঠ
৪২. কোনো দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কিসের ওপর?
ক. দ্রব্যের জোগানের ওপর
খ. ভোক্তার রুচির ওপর
গ. দ্রব্যের মূল্যের ওপর
ঘ. বিকল্প দ্রব্যের ওপর
৪৩. আয় ও বিকল্প দ্রব্যের দাম কী অবস্থায় থাকলে চাহিদা বিধি কার্যকর হবে?
ক. অপরিবর্তিত থাকলে
খ. বেশি থাকলে
গ. ঊর্ধ্বগামী হলে
ঘ. হ্রাস–বৃদ্ধি হলে
৪৪. চাহিদা রেখার আকৃতি কীরূপ?
ক. বাঁ দিকে নিম্নগামী
খ. ডান দিকে নিম্নগামী
গ. ডান দিকে ঊর্ধ্বগামী
ঘ. ভূমির সমান্তরাল
৪৫. চাহিদা সূচির অপর নাম কী?
ক. জোগান সূচি
খ. চাহিদা তালিকা
গ. চাহিদা ছক
ঘ. প্রান্তিক চাহিদা
৪৬. দ্রব্যের জোগান কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার চাহিদার ওপর
খ. দ্রব্যের দামের ওপর
গ. উৎপাদনের পরিমাণের ওপর
ঘ. উৎপাদন খরচের ওপর
৪৭. দ্রব্যের জোগানের হ্রাস–বৃদ্ধি কোনটির ওপর নির্ভরশীল?
ক. চাহিদার ওপর খ. আয়ের ওপর
গ. সামর্থ্যের ওপর ঘ. দামের ওপর
৪৮. জোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে?
ক. চাহিদা ও জোগান বৈষম্যের
খ. দাম ও চাহিদার বৈষম্য
গ. জোগান ও চাহিদার সম্পর্কের
ঘ. জোগান বিধির
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.গ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.খ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ঘ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]