মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | পঞ্চম শ্রেণি
পঞ্চম শ্রেণির পড়াশোনা
সংক্ষিপ্ত উত্তর দাও
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো—
১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম ও ৪. বীর প্রতীক।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার কোথায় এবং কবে গঠিত হয়?
উত্তর: বাংলাদেশের প্রথম সরকারের নাম ‘মুজিবনগর সরকার’। তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
প্রশ্ন: ‘মুজিবনগর’ সরকারের অন্যতম ২ জন সদস্যদের নাম লেখো।
উত্তর: মুজিবনগর সরকারের অন্যতম ২ জন সদস্য হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী।
প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধান কাজগুলো লেখো?
উত্তর: মুজিবনগর সরকারের প্রধান কাজ ছিল মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা এবং দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে সফলতা লাভ করা।
প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল এবং কী কী?
উত্তর: মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। যথা—১. কে ফোর্স, ২. এস ফোর্স, ৩. জেড ফোর্স।
প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয় এবং এ বাহিনীর সেনাপতি কারা ছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন: মুক্তিফৌজ কতজন যোদ্ধা নিয়ে গঠিত হয় এবং এই মুক্তিফৌজ কাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে?
উত্তর: ৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। এক লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা