অধ্যায় ১
১. ‘উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা’ ধারণার প্রবক্তা কে?
ক. হেনরি ফেয়ল
খ. ডগলাস ম্যাকগ্রেগর
গ. পিএফ ড্রাকার
ঘ. এফ ডব্লিউ টেইলর
২. ‘ফোরম্যান’ একটি প্রতিষ্ঠানের কোন ধরনের পদ?
ক. নিম্নপর্যায়ের ব্যবস্থাপক
খ. প্রশাসক
গ. মধ্যপর্যায়ের ব্যবস্থাপক
ঘ. উচ্চপর্যায়ের ব্যবস্থাপক
৩. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
ক. হেনরি ফেয়ল খ. অলিভার শেলডন
গ. লুইস এ এলেন ঘ. চার্লস ব্যাবেজ
৪. ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি সর্বপ্রথম করতে হয়?
ক. সংগঠন খ. পরিকল্পনা
গ. কর্মী সংস্থান ঘ. নিয়ন্ত্রণ
৫. ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. ভূমি খ. মূলধন
গ. যন্ত্রপাতি ঘ. মানুষ
৬. ব্যবস্থাপনা চক্র বলতে নিচের কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়?
ক. কর্ম খ. উদ্দেশ্য
গ. নীতি ঘ. উপকরণ
৭. ব্যবস্থাপনা পরিচালক কোন স্তরের ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করে?
ক. উচ্চ খ. নিম্ন
গ. মধ্যম ঘ. উচ্চমধ্যম
৮. ব্যবস্থাপকের মৌলিক কাজের অন্তর্ভুক্ত—
i. সমন্বয়সাধন করা
ii. নির্দেশনা প্রদান করা
ii. সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হলো—
i. সৌহার্দ্যপূর্ণ শ্রম–ব্যবস্থাপনা সম্পর্ক স্থাপন
ii. শ্রমিক–কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বন্টন
iii. সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক উপায় অবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.ঘ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা