নেটওয়ার্ক ও ইন্টারনেট - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৯১. জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন কয়টি প্রজন্মে বিভক্ত?
ক. 2টি খ. 3টি
গ. 4টি ঘ. 5টি
৯২. কোন কোম্পানি প্রথম সেলুলার ফোন উৎপাদন শুরু করে?
ক. NOKIA খ. NTC
গ. NTTC ঘ. ALCATEL
৯৩. GSM প্রযুক্তির সুবিধা—
i. রোমিং সুবিধা বেশি পাওয়া যায়
ii. বিদ্যুৎ খরচ কম হয়
iii. সিম পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. প্রথম প্রজন্মের মোবাইল শুরু হয় কখন?
ক. 1971 সালে খ. 1973 সালে
গ. 1975 সালে ঘ. 1979 সালে
৯৫. ডিজিটাল ট্রান্সমিশন চালু হয় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৯৬. কোন নেটওয়ার্কে প্রিপেইড সিস্টেম চালু হয়?
ক. প্রথম প্রজন্মের নেটওয়ার্কে
খ. দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কে
গ. তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কে
ঘ. চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কে
৯৭. কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৯৮. CDMA–এর পূর্ণ রূপ কী?
ক. Code Division Multiple Access
খ. Cascading Device Multiple Access
গ. Compact Disk Management Authority
ঘ. Code Division Multimedia Access
৯৯. GSM–এর পূর্ণ রূপ কী?
ক. Global Service Management
খ. Grameenphone Service Management
গ. Grameenphone System for Mobiles
ঘ. Global System for Mobile Communication
১০০. প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯১.ঘ ৯২.গ ৯৩.ঘ ৯৪.ঘ ৯৫.খ ৯৬.খ ৯৭.খ ৯৮.ক ৯৯.ঘ ১০০.গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা