বহুনির্বাচনি প্রশ্ন (১৭-২৬) : অধ্যায় ৪ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৪
১৭. কোন জ্বালানি নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে ব্যবহৃত হয়?
ক. ইউরেনিয়াম খ. পেট্রোলিয়াম
গ. স্ট্রনসিয়াম ঘ. বেরিয়াম
১৮. শক্তির মাত্রা কোনটি?
ক. ML2T-3 খ. ML2T-2
গ. MLT-2 ঘ. MLT-1
১৯. শক্তির একক কোনটি?
ক. Ns-1 খ. Kgms-1
গ. Nkgms-1 ঘ. kgm2s-2
২০. তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান উপাদান কোনটি?
ক. খনিজ তেল খ. সৌরশক্তি
গ. বায়ু ঘ. কয়লা
২১. ফসিল পোড়ালে কোন গ্যাস তৈরি হয়?
ক. O2 খ. CO2
গ. N2 ঘ. H2
২২. বিভব শক্তির একক কী?
ক. জুল খ. ওয়াট
গ. প্যাসকেল ঘ. নিউটন
২৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
ক. ইথেন খ. অকটেন
গ. বিউটেন ঘ. মিথেন
২৪. 40kg ভরের এক বালক 12s ও 16m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট?
ক. 20 ওয়াট খ. 32.66 ওয়াট
গ. 196 ওয়াট ঘ. 784 ওয়াট
২৫. যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?
ক. তড়িৎ মোটর খ. জেনারেটর
গ. ডায়নামো ঘ. রূপান্তরিক
২৬. 10kg ভরের বস্তুর ওপর 10N বল প্রয়োগ করায় বস্তুটির বলের দিকে 10m সরণ ঘটল। এতে কৃত কাজের পরিমাণ কত জুল?
ক. 1 জুল খ. 10 জুল
গ. 100 জুল ঘ. 1000 জুল
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.ঘ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]