অধ্যায় ১
৪১. সরকারি উদ্যোগে উৎপাদনকার্য চলে কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
৪২. কোন অর্থব্যবস্থায় রাষ্ট্রই সব সম্পদের মালিক?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
৪৩. কেন্দ্রীয় পরিকল্পনা কোন ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক খ. ইসলামি
গ. মিশ্র ঘ. সমাজতান্ত্রিক
৪৪. সমাজতন্ত্রের উৎপাদনকার্য পরিচালিত হয়—
i. জাতীয় চাহিদার ভিত্তিতে
ii. সামগ্রিক কল্যাণের জন্য
iii. রাষ্ট্রের সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. নিচের কোন দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে?
ক. বাংলাদেশে খ. ইরানে
গ. চীনে ঘ. কিউবায়
৪৬. কোন অর্থব্যবস্থায় অতিরিক্ত একচেটিয়া মুনাফা অর্জন সম্ভব নয়?
ক. প্রথাগত খ. ধনতন্ত্র
গ. মিশ্র ঘ. নির্দেশমূলক
৪৭. ভোক্তাসাধারণের দ্রব্য ক্রয়–বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কী বলা হয়?
ক. উৎপাদকের স্বাধীনতা
খ. সরকারের স্বাধীনতা
গ. ভোক্তার স্বাধীনতা
ঘ. কেন্দ্রীয় পরিকল্পনা
৪৮. কোন খাতকে ভূমিবাদীরা অনুৎপাদনশীল খাত মনে করতেন?
ক. শিল্প ও বাণিজ্য
খ. শিল্প ও কৃষি
গ. কৃষি ও বাণিজ্য
ঘ. খনিজ ও বাণিজ্য
৪৯. অধ্যাপক মার্শাল কিসের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
ক. সম্পদ খ. মানবকল্যাণ
গ. বিলাস ঘ. চাহিদা
৫০. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১২টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.খ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.ক ৪৯.খ ৫০.গ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা