অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৬
২১. ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্সের পরিমাণ কত মিলিয়ন ডলার ছিল?
ক. ৯,৬৮৯ খ. ৯,৭৮৯
গ. ৯,৮৫০ ঘ. ৯,৯৬৭
২২. এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনে সর্বাধিক অবদান কিসের?
ক. কৃষির খ. পোশাকশিল্পের
গ. চামড়াশিল্পের ঘ. মৎস্যের
২৩. বর্তমান বিশ্ব কিসের ওপর নির্ভরশীল?
ক. ব্যবসা–বাণিজ্য খ. প্রযুক্তি
গ. কৃষি ঘ. উৎপাদন
২৪. শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার
ঘ. জন্মগত অধিকার
২৫. দেশের শিক্ষাবঞ্চিত, স্বল্পশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?
ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
খ. বিদেশে পাঠিয়ে
গ. চাকরি দিয়ে
ঘ. ব্যবসায় মূলধন দিয়ে সাহায্য করে
২৬. দক্ষতার জন্য প্রয়োজন—
i. শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. সুস্বাস্থ্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. জনগণের আয় বৃদ্ধি পেলে—
i. জনগণ দারিদ্র্য থেকে মুক্তি পায়
ii. অন্নাভাবে কেউ কষ্ট পায় না
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে?
ক. ৪০% খ. ৫০%
গ. ৬০% ঘ. ৬৫%
২৯. দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ বার্ষিক উৎপাদন
খ. সেবামূলক বার্ষিক উৎপাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
ঘ. শিল্পজ বার্ষিক উৎপাদন
৩০. যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. গরিব হওয়া
খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা
ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.গ ৩০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা