অধ্যায় ২
১২১. একটি গোলার্ধে সূর্য কত দিন প্রায় একইভাবে কিরণ দেয়?
ক. এক মাস খ. দুই মাস
গ. তিন মাস ঘ. চার মাস
১২২. সূর্য থেকে নেপচুন গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার?
ক. ২৩০ কোটি খ. ৩৭০ কোটি
গ. ৪৫০ কোটি ঘ. ৪৭০ কোটি
১২৩. সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়?
ক. উল্কা খ. নীহারিকা
গ. কৃষ্ণবামন ঘ. ধূমকেতু
১২৪. কালপুরুষ কী?
ক. নীহারিকা খ. গ্যালাক্সি
গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ
১২৫. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত?
ক. ৪০,০৭৭ কিলোমিটার
খ. ৪২,০৭৭ কিলোমিটার
গ. ৪৩,০৭৭ কিলোমিটার
ঘ. ৪৫,০৭৭ কিলোমিটার
১২৬. উপগ্রহবিহীন গ্রহ—
i. বুধ
ii. শুক্র
iii. নেপচুন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৭. নেপচুন আয়তনে পৃথিবীর কত গুণ বড়?
ক. ১২ গুণ খ. ১৭ গুণ
গ. ৭২ গুণ ঘ. ৮৪ গুণ
১২৮. পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত?
ক. ১২,৭১৪ কি.মি. খ. ১২,৭৩৪ কি.মি.
গ. ১২,৭৫৭ কি.মি. ঘ. ১২,৮০০ কি.মি.
১২৯. উত্তর গোলার্ধে কোন দিন ক্ষুদ্রতম রাত হয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
১৩০. মূল মধ্যরেখা হতে ২° পূর্ব অথবা পশ্চিমে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে?
ক. ৮ মিনিট খ. ১৬ মিনিট
গ. ৩২ মিনিট ঘ. ৬০ মিনিট
সঠিক উত্তর
অধ্যায় ২: ১২১.গ ১২২.গ ১২৩.ঘ ১২৪.গ ১২৫.ক ১২৬.ক ১২৭.গ ১২৮.ক ১২৯.খ ১৩০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা