সংক্ষেপে জেনে রাখি - ইউরেনাস, ভাজক টিস্যু, তাপ সঞ্চালন, সাগরের অলংকার

ইউরেনাস

ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৮৪ বছর। এই গ্রহের গড় ব্যাস ৪৯,০০০ কিলোমিটার। গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত, আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা ২৭টি।

ভাজক টিস্যু

বিভাজনে সক্ষম কোষ নিয়ে গঠিত টিস্যুকেই ভাজক টিস্যু বলা হয়। কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার। কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত ও পাতলা। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় এবং সাইটোপ্লাজম ঘন। ভাজক কোষে সাধারণত কোনো কোষগহ্বর থাকে না।

তাপ সঞ্চালন

উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ—এই তিনটি উপায়ে সঞ্চালিত হয়। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন কোনো পানির পাত্রকে চুলায় গরম করা হয়, তখন নিচের উত্তপ্ত পানি পরিচলন পদ্ধতিতে ওপরে উঠে আসে।

সাগরের অলংকার

নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী হলো সামুদ্রিক। এরা সমুদ্রে একা বা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এদের দেহের বর্ণ অত্যন্ত বিচিত্র এবং দৈহিক গঠন বিভিন্ন ধরনের হওয়ায় সমুদ্রে বিভিন্ন ধরনের সুন্দর কাঠামো তৈরি করে থাকে। এদের বর্ণ ও গঠনভিন্নতা সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে বলে এদেরকে সাগরের অলংকার বলা হয়।

আরও পড়ুন