পরীক্ষক নিবন্ধন ও তথ্য হালনাগাদ–সংক্রান্ত | চট্টগ্রাম শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের আওতাধীন ২০২৩ সালে বা তত্পরবর্তীতে অনুষ্ঠেয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য এ বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নাম পরীক্ষক তালিকায় নতুনভাবে সংযোজন অথবা তথ্য হালনাগাদ কার্যক্রম ১৫/০২/২০২৩ থেকে শুরু হয়েছে।
∎ যাঁরা ইতিমধ্যে সঠিকভাবে eTIF সম্পন্ন করেছেন তাদের নতুন করে অন্তর্ভুক্তি হওয়ার প্রয়োজন নেই।
∎ তথ্যাদি প্রদানের কার্যক্রম ১৫/০৩/২০২৩ তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। যেহেতু ৩০/০৪/২০২৩ হতে এসএসসি পরীক্ষা ২০২৩ আরম্ভ হবে, তাই উল্লিখিত সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
∎ eTIF কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.gov.bd এ গিয়ে eTIF Folder –এ ক্লিক করে Teacher’s Panel এর Registration বাটনে ক্লিক করে চাওয়া সব তথ্য প্রদান করে Save বাটনে ক্লিক করলে তথ্য প্রতিষ্ঠান প্রধানের কাছে চলে যাবে এবং সংশ্লিষ্ট শিক্ষক প্রদত্ত মোবাইল নম্বরে একটি ID এবং Password পাবেন, যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য তাকে সংরক্ষণ করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bise-ctg.gov.bd