এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৮১. প্রস্তাবিত লভ্যাংশ কী?
ক. চলতি দায় খ. চলতি সম্পদ
গ. ত্বরিত দায় ঘ. ত্বরিত সম্পদ
৮২. নিচের কোনটি চলতি সম্পদের উদাহরণ?
ক. সুনাম
খ. ট্রেডমার্ক
গ. প্রাথমিক খরচাবলি
ঘ. স্বল্পমেয়াদি বিনিয়োগ
৮৩. সুনাম কোন ধরনের সম্পদ?
ক. চলতি সম্পদ
খ. স্পর্শনীয় সম্পদ
গ. অস্পর্শনীয় সম্পদ
ঘ. অলীক সম্পদ
৮৪. মি. ফাহান ১ মার্চ তারিখে ২/১০, শর্তে শারমীনের নিকট ৪৫,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। বিক্রয় ফেরত ১৮,০০০ টাকা। শারমীন ৮ মার্চ তারিখে তার দেনা পরিশোধ করলে কত পরিশোধ করবেন?
ক. ৩৪,৪০০ টাকা খ. ২৬,৪৬০ টাকা
গ. ২৪,৮০০ টাকা ঘ. ২৪,৩০০ টাকা
৮৫. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়কে দেখানো হয় কীভাবে?
ক. ব্যয় হিসাব
খ. আয়ের ক্ষতি হিসাব
গ. আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের মধ্যে
ঘ. আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বিত ব্যয়ের মধ্যে
৮৬. দাবিহীন লভ্যাংশ কী?
ক. দীর্ঘমেয়াদি দায়
খ. চলতি দায়
গ. আয়
ঘ. চলতি সম্পদ
৮৭. বিক্রয় ভ্যাট যদি ক্রয় ভ্যাটের চেয়ে বেশি হয়, তবে তা কী প্রকাশ করে?
ক. আয় খ. দায়
গ. ব্যয় ঘ. সম্পদ
৮৮. বিজ্ঞাপন খরচের ১/৪ অংশ অবলোপন করা হলে (রেওয়ামিলে বিজ্ঞাপন ৮,০০০ টাকা) আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপনের জের কত টাকা দেখাতে হবে?
ক. ২,০০০ টাকা খ. ৪,০০০ টাকা
গ. ৬,০০০ টাকা ঘ. ৮,০০০ টাকা
৮৯. ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী প্রকাশ করে?
ক. দায় খ. ব্যয়
গ. আয় ঘ. সম্পদ
৯০. ১৫% হারে ১ বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল ৯,০০০ টাকা। বিনিয়োগের পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৯০,০০০ টাকা
ঘ. ১,২০,০০০ টাকা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৮১.ক ৮২.ঘ ৮৩.গ ৮৪.খ ৮৫.ঘ ৮৬.খ ৮৭.খ ৮৮.গ ৮৯.ঘ ৯০.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা