ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, আইসিটি সহ ১২টি বিষয়ে পিজিডির সুযোগ
ইংরেজি, আরবি, ডিজিটাল মার্কেটিং, ট্যুরিজম, সাইবার সিকিউরিটি, আইসিটি, ডেটা অ্যানালাইটিকস সহ ১২টি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে।
১২টি বিষয়
১. ল্যাঙ্গুয়েজ (ইংরেজি)
২. ল্যাঙ্গুয়েজ (আরবি)
৩. এন্ট্রাপ্রেনিউরশিপ (শিল্পোদ্যোগ)
৪. ডিজিটাল মার্কেটিং
৫. আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস
৬. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
৭. ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট
৮. ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট
৯. সাইবার সিকিউরিটি
১০. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)
১১. ডেটা অ্যানালাইটিকস
১২. ফার্মিং টেকনোলজি
ভর্তির আবেদনের যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/সমমান ডিগ্রিধারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবেন।
ভর্তির সময়সূচি
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৪
সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ২৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত
মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৪ থেকে ২৬ মে ২০২৪ পর্যন্ত (সকাল ১০টা),
মৌখিক পরীক্ষার স্থান: ১০২, ইসলাম টাওয়ার, শুক্রাবাদ, ঢাকা।
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে: ২৪ জুন ২০২৪ পর্যন্ত।
প্রতিটি কোর্সের ১ বছরের ফি ৩০ হাজার টাকা, যা দুই কিস্তিতে গ্রহণ করা হবে। প্রথম কিস্তির ১৫ হাজার টাকা ভর্তির সময় জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: nu.edu.bd