এইচএসসি ২০২৪ পরীক্ষার প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ২
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৮১. নিচের কোনটি ওয়্যারলেস প্রযুক্তি LAN (Local Area Network)–এর জন্য প্রযোজ্য?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৮২. কোনটি WiFi শব্দটির উৎপত্তি নির্দেশক?
ক. Wireless Field
খ. Wireless Fidelity
গ. Wireless Fiber
ঘ. Wireless Function
৮৩. কোনটি WiFi–এর কাভারেজ এরিয়া?
ক. 10 থেকে 20 মিটার
খ. 20 থেকে 50 মিটার
গ. 10 থেকে 20 মিটার
ঘ. 50 থেকে 200 মিটার
৮৪. WiFi–এর ক্ষেত্রে প্রযোজ্য—
i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়
ii. কেব্লের প্রয়োজন নেই
iii. কাভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. নিচের কোন নেটওয়ার্ক ব্যবহারের জন্য লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৮৬. নিচের কোনটি WiFi–এর IEEE স্ট্যান্ডার্ড?
ক. 802.11 খ. 802.15
গ. 802.16 ঘ. 802.17
৮৭. DSL–এর পূর্ণ রূপ কী?
ক. Digital Subscriber Link
খ. Digital System Link
গ. Discrete Subscriber Line
ঘ. Digital Subscriber Line
৮৮. WiMAX–এর পূর্ণ রূপ কী?
ক. Wireless Maximum
খ. Worldwide Interoperability for Microwave Access
গ. Worldwide Internet for Microwave Access
ঘ. Worldwide Internet for Maximum Access
৮৯. নিচের কোনটি WiMAX–এর IEEE স্ট্যান্ডার্ড?
ক. 802.11 খ. 802.15
গ. 802.16 ঘ. 802.17
৯০. কোনটি WiMAX বেজ স্টেশনের কাভারেজ এরিয়া?
ক. 10 থেকে 20 মিটার
খ. 10 থেকে 50 কিলোমিটার
গ. 50 থেকে 80 কিলোমিটার
ঘ. 100 থেকে 200 কিলোমিটার
সঠিক উত্তর
অধ্যায় ২: ৮১.ক ৮২.খ ৮৩.ঘ ৮৪.ঘ ৮৫.খ ৮৬.ক ৮৭.ঘ ৮৮.খ ৮৯.গ ৯০.গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা