ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৫. ক্রয়–বিক্রয়ের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

ক. স্বত্বগত খ. সময়গত

গ. ঝুঁকিগত ঘ. রূপগত

২৬. নিচের কোনটি বাণিজ্য?

ক. মাছ চাষ খ. পণ্য পরিবহন

গ. কয়লা উত্তোলন ঘ. ব্রিজ ও কালভার্ট নির্মাণ

২৭. সামাজিক ব্যবসার ধারণাটির উদ্ভাবক কে?

ক. ড. ফজলে হাসান আবেদ

খ. ফিলিপ বাটলার

গ. অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঘ. বিল গেটস

২৮. পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে কে?

ক. উৎপাদক খ. বিক্রেতা

গ. ভোক্তা ঘ. ক্রেতা

২৯. পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. পর্যায়িতকরণ খ. একত্রীকরণ

গ. প্রমিতকরণ ঘ. বিভাগীকরণ

৩০. পাট থেকে চট তৈরি কোন শিল্পের অন্তর্গত?

ক. সংযোজন খ. প্রজনন

গ. সংযুক্ত ঘ. প্রক্রিয়াভিত্তিক

৩১. নিচের কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

ক. উপযোগ সৃষ্টি খ. মুনাফা

গ. ঝুঁকি ঘ. গতিশীল দৃষ্টিভঙ্গি

৩২. পর্যায়িতকরণে পণ্যদ্রব্য বাছাই করা হয় কিসের ভিত্তিতে?

ক. পণ্যের দাম খ. পণ্যের প্রকৃতি

গ. পণ্যের নাম ঘ. গুণগত মান

৩৩. অশোধিত খনিজ তেল থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ইত্যাদি উৎপাদনকে কোন শিল্প বলে?

ক. প্রক্রিয়াজাত খ. সংযোজন

গ. বিশ্লেষণমূলক ঘ. যৌগিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা