ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শিখন অভিজ্ঞতা ৩ - শূন্যস্থান পূরণ করো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

শূন্যস্থান পূরণ করো:

১. পদার্থ ______ অবস্থায় থাকতে পারে।

২. কঠিন পদার্থের নির্দিষ্ট ______ ও আয়তন আছে।

৩. তরল পদার্থের নির্দিষ্ট কোনো ______ নেই।

৪. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ______ ও ______ নেই।

৫. পানি, তেল ও দুধ হলো ______ পদার্থ।

আরও পড়ুন

৬. রাসায়নিক পরিবর্তনগুলো সাধারণত ______ হয়।

৭. কোনো পদার্থকে কাটা, ছিঁড়ে ফেলা ও মিশ্রিত করা হলো ______ পরিবর্তন।

৮. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের উপাদানের ______ পরিবর্তিত হয় না।

৯. পানি ও চিনির মিশ্রণ পদার্থের ______ পরিবর্তনের উদাহরণ।

১০. পচানো, পোড়ানো, মরিচা ধরা হলো ______ পরিবর্তনের উদাহরণ।

উত্তর:

১. তিন ২. আকার ৩. আকার ৪. আকার, আয়তন ৫. তরল ৬. একমুখী ৭. ভৌত ৮. গঠন ৯. ভৌত ১০. রাসায়নিক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন