চক্রবৃদ্ধিকরণ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৪৮. বিনিয়োগকারীকে অধিক সুদ প্রদানের জন্য ব্যাংককে নিচের কোনটি অনুসরণ করতে হবে?
ক. সরল সুদ
খ. বার্ষিক চক্রবৃদ্ধি
গ. বহুমেয়াদি চক্রবৃদ্ধি
ঘ. বিলম্বিত চক্রবৃদ্ধি
৪৯. নিচের কোন ক্ষেত্রে বিনিয়োগকারীর বা আমানতকারীর সুদ-আসলের পরিমাণ বেশি হবে?
ক. সাধারণ বৃত্তি খ. অগ্রিম বৃত্তি
গ. বিলম্বিত বৃত্তি ঘ. অনিশ্চিত বৃত্তি
৫০. বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত হয়ে থাকে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫১. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?
ক. ৩ খ. ২
গ.১ ঘ. ১/২
৫২. ত্রৈমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ.১/৩
৫৩. দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m এর মান কত লেখা হয়?
ক. ২ খ. ৬
গ. ৮ ঘ. ১২
৫৪. মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?
ক. ১ খ. ৬
গ. ১২ ঘ. ১৮
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪৮. গ ৪৯. খ ৫০. গ ৫১. খ ৫২. ক ৫৩. খ ৫৪. গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা