আগামীকাল থেকে শুরু ক্যাডেট কলেজে ভর্তির আবেদন, লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বরে
আগামীকাল ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ক্যাডেট কলেজে ভর্তির আবেদন। ২০২৪ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে শিক্ষার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপ তথা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর এবং লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। তখন মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
ভর্তির আবেদন ১ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
ছেলেদের ৯টি ও মেয়েদের ৩টি সহ মোট ১২টি ক্যাডেট কলেজের প্রত্যেকটিতে প্রায় ৫০ জন করে মোট ৬০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে, তবে যোগ্য প্রার্থীর সংখ্যা এবং প্রাপ্ত নম্বর বিবেচনায় এই সংখ্যা কিছু কম-বেশি হতে পারে।
ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সারা দেশের ২৩টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে লিখিত পরীক্ষার কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় যারা আগে আবেদন করবে তারা অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবে। ফলে একটি কেন্দ্রের লিখিত পরীক্ষার আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে সেই কেন্দ্রের জন্য আবেদন করা যাবেনা, তখন অন্য কেন্দ্রের জন্য আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের ঠিকানা cadetcollege.army.mil.bd