সন্ধি
২১. ‘রবীন্দ্র’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রবী + ইন্দ্র খ. রবি + ঈন্দ্র
গ. রবি + ইন্দ্র ঘ. রবী + ঈন্দ্র
২২. ‘পরীক্ষা’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + ঈক্ষা খ. পরী + ঈক্ষা
গ. পর + ইক্ষা ঘ. পর + ঈক্ষা
২৩. ‘স্বেচ্ছা’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সু + ইচ্ছা খ. স্ব + ইচ্ছা
গ. স + এচ্ছা ঘ. সে + আচ্ছা
২৪. ‘নদ্যম্বু’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নদ্য + অম্বু খ. নদী + ম্বু
গ. নদী + অম্বু ঘ. নদ্য + ম্বু
২৫. ‘উচ্চারণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. উঃ + চারণ খ. উ + চারণ
গ. উত্ + রণ ঘ. উত্ + চারণ
২৬. ‘ষড়ানন’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষড় + অন খ. ষড় + আনন
গ. ষট্ + অনন ঘ. ষট্ + আনন
২৭. ‘সুবন্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সুপ্ + অন্ত খ. সু + বন্ত
গ. সুব্ + অন্ত ঘ. সু + অন্ত
২৮. ‘সংঘাত’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সং + ঘাত খ. সম্ + ঘাত
গ. স + ঘাত ঘ. সঙ + ঘাত
২৯. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিগ + অন্ত খ. দিক্ + অন্ত
গ. দি + গন্ত ঘ. দিগ্ + অন্ত
৩০. ‘সন্তাপ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সন্ + তাপ খ. সম্ + তাপ
গ. সং + তাপ ঘ. সোম + তাপ
সঠিক উত্তর
সন্ধি: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.খ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা