১০টি কাজ, যা কখনোই করব না
১. নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মুঠোফোনে বা ইন্টারনেটে কথা বলব না।
২. অপরিচিত কারও কাছে নিজের বা পরিবারের ব্যক্তিগত তথ্য দেব না।
৩. কাউকে সাইবার জগতে গালি/মনঃকষ্ট দেব না।
৪. সাইবার জগতে ভুল তথ্য প্রচার করব না।
৫. কারও অনুমতি ছাড়া তার মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করব না।
৬. সাইবার জগতে অনলাইনে আকষর্ণীয় কোনো পুরস্কার বা সহজে টাকা পাওয়া যাবে, এমন লিংকে প্রবেশ করব না।
৭. কারও পাসওয়ার্ড হ্যাক করার অথবা দেখার চেষ্টা করব না।
৮. মুঠোফোন অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করব না।
৯. ফিশিংয়ের সাহায্যে অন্যের তথ্য চুরি করব না।
১০. সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ছড়াব না।
নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষর ও অন্যান্য তথ্য–
নাম: রোল : স্বাক্ষর
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা