এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৬১. অংশীদারি ব্যবসায়ে সবাই একমত হয়ে বিলোপ সাধনের ধারা কত?
ক. ৩৯ ধারা খ. ৪০ ধারা
গ. ৪১ ধারা ঘ. ৪২ ধারা
৬২. বাংলাদেশে কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক?
ক. রাষ্ট্রীয় খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. সমবায়
৬৩. পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
ক. ২ জন
খ. ৭ জন
গ. ৫০ জন
ঘ. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
৬৪. যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
i. আইনসৃষ্ট
ii. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান
iii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৫. নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য হলো—
i. ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না
ii. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
iii. দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৬. যৌথ মূলধনী কোম্পানির অসুবিধা কোনটি?
ক. গোপনীয়তার অভাব
খ. জটিল গঠনপ্রণালি
গ. স্থায়িত্বের অনিশ্চয়তা
ঘ. অসীম দায়
৬৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়—
i. জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে
ii. সরকারি অধ্যাদেশ ব্যতীত জাতীয়করণের মাধ্যমে
iii. রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৮. অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে—
i. সকলের দ্বারা
ii. সকলের পক্ষে একজনের দ্বারা
iii. সরকার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৯. কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?
ক. ১৮৪৪ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯৯৪ সালে
৭০. কোম্পানির ‘সনদ’ বা ‘সংবিধান’ বলা হয় কাকে?
ক. পরিমেল নিয়মাবলিকে
খ. স্মারকলিপিকে
গ. কার্যারম্ভের অনুমতিপত্রকে
ঘ. বিলযুক্ত উপাধিকে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.খ ৬২.খ ৬৩.ঘ ৬৪.ঘ ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা