ষাণ্মাসিক মূল্যায়নে যেসব উপকরণ সঙ্গে নিয়ে আসতে হবে
৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম। নতুন শিক্ষাক্রমের আওতায় এ মূল্যায়নে কিছু শিক্ষা উপকরণ শিক্ষার্থীর নিজেকে সঙ্গে করে নিয়ে আসতে হবে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য। আবার কিছু উপকরণ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সরবরাহ করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক জরুরি চিঠিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের জন্য যা যা সঙ্গে নিয়ে আসতে হবে, তার তালিকা নিচে দেওয়া হলো।