ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - এবার পাঠ যাচাই করে নিই

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. প্রশ্ন: বিপরীত শব্দ কাকে বলে?

উত্তর: যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।

২. প্রশ্ন: বিপরীত শব্দ অধ্যয়নের প্রয়োজনীয়তা কী?

উত্তর: শব্দভান্ডার বৃদ্ধির জন্য বিপরীত শব্দ অধ্যয়ন প্রয়োজন।

৩. প্রশ্ন: নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।

আর্য, অসীম, প্রবেশ, সৃষ্টি, খাঁটি।

উত্তর

আর্য অনার্য

অসীম সসীম

প্রবেশ বাহির

সৃষ্টি ধ্বংস

খাঁটি ভেজাল

৪. প্রশ্ন: ‘এই শহরে অনেক মানুষ থাকে।’ অর্থ ঠিক রেখে ‘অনেক’ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে বাক্যটি লেখো।

উত্তর: এই শহরে অল্প মানুষ থাকে না।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন