এইচএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ারই একটি বিশেষ রূপ?

ক. সমোষ্ণ খ. রুদ্ধতাপীয়

গ. সমচাপ ঘ. সম–আয়তন

১২. মহাবিশ্বে এনট্রপির পরিমাণ ক্রমাগত কী হচ্ছে?

ক. শূন্য খ. ধ্রুবক

গ. বাড়ছে ঘ. কমছে

১৩. কার্নো চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এনট্রপি কেমন হয়?

ক. শূন্য হয় খ. বৃদ্ধি পায়

গ. কমে যায় ঘ. অপরিবর্তিত থাকে

১৪. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?

ক. 273.16 K খ. 273.16°C

গ. 100 K ঘ. 100°C

১৫. থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র?

ক. শূন্যতম সূত্র খ. প্রথম সূত্র

গ. দ্বিতীয় সূত্র ঘ. জুলের সূত্র

১৬. তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে?

ক. ভর খ. বিভব শক্তি

গ. অন্তঃস্থ শক্তি ঘ. তাপমাত্রা

১৭. স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম কোনটি?

ক. গ্যাসের চাপ

খ. গ্যাসের আয়তন

গ. গ্যাসের তাপমাত্রা

ঘ. পারদস্তম্ভের দৈর্ঘ্য

১৮. হিমায়কে ব্যবহৃত তরলের নাম কী?

ক. ফ্রেয়ন খ. কার্বন

গ. সালফার ঘ. অক্সাইড

১৯. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ওপর নির্ভর করে পরমশূন্য তাপমাত্রা কত?

ক.0°C খ. 0 K

গ. 273°C ঘ. 273K

২০. তাপ ও তাপমাত্রা সম্পর্কে বলা হয়—

i. তাপমাত্রা তাপপ্রবাহের দিক নির্দেশ করে

ii. তাপমাত্রা কারণ; তাপ এর ফল

iii. দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে— তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ঘ

মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন