অধ্যায় ৪
৫১. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের সুবিধা?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায়
৫২. সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল কোনটি?
ক. উপবিধি খ. চুক্তিপত্র
গ. বিবরণপত্র ঘ. সংঘ স্মারক
উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আনান ও তার পাঁচ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে ‘বন্ধন এন্টারপ্রাইজ’ নামের ফার্ম প্রতিষ্ঠা করেন। সম্প্রতি আনান সরকারি চাকরি পাওয়ার ব্যবসায় থেকে অবসর গ্রহণ নেন।
৫৩. উদ্দীপকে ‘বন্ধন এন্টারপ্রাইজ’ কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. সমবায় সমিতি খ. অংশীদারি ব্যবসায়
গ. প্রাইভেট কোম্পানি ঘ. কোম্পানি
৫৪. উদ্দীপকে ‘বন্ধন এন্টারপ্রাইজ’–এর বিলোপ সাধন কীভাবে ঘটবে?
ক. আদালতের নিয়মে খ. বাধ্যতামূলক
গ. সকলে একমত হয়ে ঘ. ঘটনাসাপেক্ষে
৫৫. নিবন্ধনপত্র কী?
ক. শেয়ারমালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি
খ. মালিক ও নিবন্ধকের মধ্যে চুক্তি
গ. শেয়ার মালিকানার প্রমাণপত্র
ঘ. কোম্পানি গঠনের অনুমতিপত্র
৫৬. অংশীদারি ব্যবসায়ের প্রধান উপাদান কী?
ক. অর্থ খ. বিশ্বাস
গ. চুক্তি ঘ. মূলধন
৫৭. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?
ক. অংশীদারি খ. কোম্পানি
গ. সমবায় ঘ. একক মালিকানা
৫৮. নিবন্ধনপত্র পাওয়ার পরও কোন কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না?
ক. একমালিকানা কারবার
খ. অংশীদারি কারবার
গ. প্রাইভেট লি. কোম্পানি
ঘ. পাবলিক লি. কোম্পানি
৫৯. স্মারকলিপিতে লিপিবদ্ধ করা হয়—
i. কোম্পানির নাম
ii. শেয়ারহোল্ডারদের নাম–ঠিকানা
iii. মূলধনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬০. পাবলিক লি. কোম্পানির মালিক কারা?
ক. পরিচালকরা
খ. কর্মীরা
গ. শেয়ারহোল্ডাররা
ঘ. জনসাধারণ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.গ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা