ভাষা - বাংলা ২য় পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ইশারা ভাষা শিখছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিছবি: রয়টার্স

পরিচ্ছেদ ১

১. ‘ব্রেইল ভাষা’ কারা ব্যবহার করে?

ক. শ্রবণশক্তিহীনরা খ. দৃষ্টিপ্রতিবন্ধীরা

গ. মানসিক শক্তিহীনরা ঘ. বাক্​শক্তিহীনরা

২. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?

ক. চতুর্থ খ. পঞ্চম

গ. ষষ্ঠ ঘ. সপ্তম

৩. বাংলা ভাষার লিখিত রূপের ‘প্রাচীনতম নিদর্শন’ কোনটি?

ক. মহাভারত খ. চর্যাপদ

গ. বৈষ্ণব পদাবলি ঘ. মঙ্গলকাব্য

৪. ‘ইশারা–ভাষা’ কারা ব্যবহার করে?

ক. শ্রবণশক্তিহীনরা খ. দৃষ্টিপ্রতিবন্ধীরা

গ. মানসিক শক্তিহীনরা ঘ. বাক্​শক্তিহীনরা

৫. এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়?

ক. বাক্য খ. শব্দ 

গ. ভাষা ঘ. পদ

৬. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?

ক. ইন্দো-ইউরোপীয় পরিবারের খ. চীন-তিব্বতীয় পরিবারের

গ. আফ্রিকীয় পরিবারের ঘ. দ্রাবিড়ীয় পরিবারের

৭. বাংলালিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?

ক. ১১টি খ. ৩৯টি

গ. ৫০টি ঘ. ৫১টি

৮. ভাষার মূল উপাদান কী?

ক. ধ্বনি খ. বাক্য

গ. শব্দ ঘ. বর্ণ

৯. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

ক. কলমের সাহায্যে খ. ঠোঁটের সাহায্যে

গ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে ঘ. বাগ্​যন্ত্রের সাহায্যে

১০. মনেব ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কী বলে?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাক্য ঘ. ভাষা

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১: ১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা