এইচএসসি পরীক্ষায় ইংরেজি ১ম পত্রের উত্তর সঠিক নিয়মে যেভাবে লিখতে হবে
এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ
এইচএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইংরেজি ১ম পত্রের প্রশ্নের উত্তর সঠিক নিয়মে কীভাবে লিখবে তা জেনে নাও।
∎ Part 1: Reading Test—৬০ নম্বর
Seen Passage: পাঠ্যবই থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে।
১ (a) নম্বর প্রশ্নে ১০টি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) থাকবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নে ৪টি বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলো থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। ১ নম্বর প্রশ্নের জন্য ০.৫×১০=৫ নম্বর থাকবে।
১ (b) নম্বর ৫টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নের মাধ্যমে তোমাদের স্মৃতিশক্তি পরীক্ষা, সৃষ্টিশীলতা ও অনুধাবনক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়নশক্তি ইত্যাদি দেখা হয়। ২–৩টি বাক্যে এসব প্রশ্নের উত্তর লিখবে। এর জন্য ৩×৫=১৫ নম্বর থাকবে।
২ নম্বর প্রশ্ন: পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদ থেকে Flow Chart অথবা Information Transfer থাকবে। Flow Chart: প্রদত্ত passage–এর সর্ম্পূণ বা আংশিক বক্তব্য একটি প্রবাহচিত্রের (Flow Chart) মাধ্যমে এক নম্বর বক্সে দেওয়া থাকবে। বাকি ৫টি বক্সে প্রদত্ত বক্তব্যের পরিণতি বা ফলাফল ধারাবাহিকভাবে লিখতে হবে। বক্তব্যগুলো Short phrase-এ, পত্রিকার শিরোনামের মতো করে লিখবে। Information Transfer: একটি seen passage দেওয়া থাকবে। এর ওপর ভিত্তি করে ৫টি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো table অথবা Grid format–এ উপস্থাপিত হবে। সেগুলো যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে।
৩ নম্বর প্রশ্ন: Seen Passage (পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদ অথবা Poem): এই অনুচ্ছেদ অথবা Poem অবলম্বনে summary লিখতে হবে। Summary দেওয়া Passage তিন ভাগের এক ভাগ হয়। Summary–তে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দ, সরল বাক্য ব্যবহার করবে। সবকিছুই প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী লিখবে। এতে ১০ নম্বর থাকবে।
Unseen passage: পাঠ্যবইয়ের বাইরের (Unseen) Question setter–এর সৃষ্ট text–এর ওপর ভিত্তি করে ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্ন থাকবে।
৪ নম্বর প্রশ্ন: Close Text With Clues:
পাঠ্যবইয়ের বাইরের (পাঠ্যবইয়ের text–এর মতো, একই মানের) Passage–এ ১০টি শূন্যস্থান থাকবে। সেগুলোর জন্য ১২টি word–এর একটি তালিকা থাকবে। তালিকা থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে, প্রয়োজনে সেগুলোর form বদল করে উত্তর লিখতে হবে। এর জন্য ৫ নম্বর থাকবে।
৫ নম্বর প্রশ্ন: Close Text Without Clues:
পাঠ্যবইয়ের বাইরের (পাঠ্যবইয়ের text–এর মতো, একই মানের) Passage–এ ১০টি শূন্যস্থান থাকবে। এ ক্ষেত্রে সেগুলোর জন্য কোনো word–এর তালিকা থাকবে না। প্রদত্ত প্যাসেজের context অনুযায়ী শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
৬ নম্বর প্রশ্ন: Re–arranging sentences:
এখানে পরস্পর অর্থসংগতিবিশিষ্ট ১০টি Sentence থাকবে। ঘটনার পরম্পরা অনুযায়ী সেগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে। Sentence–এর number বা serial নম্বর ধারাবাহিকভাবে লিখবে। Sentence–গুলো প্যাসেজ আকারে না লিখলেও চলবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
∎ Part 2: Guided Writing–৪০ নম্বর
৭ নম্বর প্রশ্ন: Interpreting Graph and Chart:
Graph and chart ব্যাখ্যা করতে কিছু ভিন্ন শব্দমালা প্রয়োগ করা হয়। সেগুলো শিখে নেবে। যেমন: Steady rise, sharp fall, sharp decline, sharp rise, highest, lowest, moderate etc. বর্ণনায় মূল বৈশিষ্ট্য ও তথ্য-উপাত্তের দিকে দৃষ্টি রাখবে। বিস্তারিত বর্ণনা করা থেকে বিরত থাকবে। অনুমাননির্ভর তথ্য প্রদান করা যাবে না। তথ্য-উপাত্ত পরিষ্কারভাবে তুলে ধরবে। তথ্য–উপাত্তের তুলনামূলক বিশ্লেষণ করবে। সামগ্রিক বিষয়ের ওপর মন্তব্য লিখে এই অংশের সমাপ্তি টানবে। এর জন্য ১৫ নম্বর থাকবে।
৮ নম্বর প্রশ্ন: এ প্রশ্নের উত্তরে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে নতুন বাক্য লিখে তাকে সম্পূর্ণ করতে হবে। গল্পটির একটি শিরোনাম (title) লিখতে হবে। শিরোনাম লিখতে কিছুতেই ভুলবে না। এর জন্য ১৫ নম্বর থাকবে।
৯ নম্বর প্রশ্ন: একটি Informal letter লিখতে হবে। বাস্তব প্রয়োজনে আমরা যেভাবে letter লিখি, সেভাবেই এই letter লেখার চেষ্টা করবে। Letter–এর content যেন সুন্দর হয়। ব্রিটিশ বা আমেরিকান স্টাইলের মিশ্রণ না করে যেকোনো একটি স্টাইলে লিখবে। যথেষ্ট মার্জিন রাখবে। যদি পত্রের ওপরে ডান পাশে ঠিকানা ও তারিখ লেখো, তাহলে পত্র শেষও করবে ডান পাশেই। পত্রটি ১৮০ থেকে ২০০ শব্দের মধ্যে হলে ভালো হয়। এর জন্য ১০ নম্বর থাকবে।