ইসলামের মৌলিক বিষয় - ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ১ | দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. ‘আকাইদ’ শব্দের অর্থ কী?

ক. বিশ্বাস     খ. বিশ্বাসমালা

গ. একত্ববাদ  ঘ. অংশীদার

২. ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়বিশ্বাসকে কী বলা হয়?

ক. আকাইদ খ. তাকদির

গ. একত্ববাদ ঘ. তাসাউফ

৩. ইসলামের মূল ভিত্তি কী?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. তাওহিদ

৪. আকাইদের প্রায়োগিক দিক কোনটি?

ক. নামাজ 

খ. ইসলাম

গ. পরকাল

ঘ. মুসলিম

৫. ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?

ক. ইমান খ. এহসান

গ. আকাইদ ঘ. তাওহিদ

৬. ইসলাম শব্দের অর্থ কী?

ক. আনুগত্য করা   খ. বিশ্বাস করা

গ. ধর্মপরায়ণ হওয়া   ঘ. দাসত্ব করা

৭. মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর আনুগত্য করাকে কী বলা হয়?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. আখলাক

৮. মুসলিম বলা হয় তাঁকে, যিনি—

ক. আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করেন

খ. আল্লাহকে মুখে স্বীকার করেন

গ. ইসলামি জ্ঞান অর্জন করেন

ঘ. ইসলামের বিধিবিধান মেনে চলেন

৯. আল্লাহ তায়ালার প্রবর্তিত জীবনবিধান কোনটি?

ক. ইমান খ. শরিয়ত

গ. ইসলাম ঘ. ইবাদত

১০. সিলমুন অর্থ কী?

ক. আনুগত্য খ. আত্মসমর্পণ

গ. শান্তি ঘ. আত্মতৃপ্তি 

১১. ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম’—এটি কার বাণী?

ক. মহান আল্লাহ তায়ালার 

খ. মহানবি (সা.)-এর

গ. জিব্রাইল (আ.)-এর 

ঘ. আদম (আ.)-এর

১২. ‘দ্বীন’ শব্দের অর্থ কী?

ক. দিবস  খ. শান্তি

গ. জীবনব্যবস্থা ঘ. কর্মপদ্ধতি

১৩. কোন দুটি বিষয়ের সমন্বয়ে জীবনকে সার্বিকভাবে গড়ে তোলা সম্ভব?

ক. ইমান ও তাকওয়া 

খ. ইমান ও আমানত

গ. ইমান ও আদল

ঘ. ইমান ও ইসলাম

১৪. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?

ক. তাকওয়া  খ. ইহসান 

গ. তাওহিদ  ঘ. তালিম

১৫. আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টি কারা?

ক. মহানবি (সা.) খ. নবিগণ

গ. রাসুলগণ ঘ. ফেরেশতাগণ

১৬. ফেরেশতাগণ কিসের তৈরি?

ক. আলোর খ. নূরের 

গ. মাটির ঘ. পাথরের

১৭. ‘তাকদির’ শব্দের অর্থ কী?

ক. ভাগ্য খ. সুফল 

গ. সন্তুষ্টি ঘ. পুরস্কার

১৮. ইমান মানুষের অন্তরে কী সৃষ্টি করে?

ক. সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা

খ. শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হওয়ার ইচ্ছা

গ. আল্লাহ তায়ালার প্রতি অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা

ঘ. সম্মান ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা

১৯. কোন ব্যক্তি সর্বদা মানবিকতা ও নৈতিকতার ধারক হয়?

ক. সত্যবাদী খ. মজলুম

গ. মুমিন ঘ. মুজাহিদ

২০. ‘তাওহিদ’ শব্দের অর্থ কী?

ক. অংশীদার খ. আনুগত্য

গ. একত্ববাদ ঘ. দায়িত্ব

২১. নবি-রাসুলদের শিক্ষা প্রচারের ভিত্তি ছিল কোনটি?

ক. কিয়ামত খ. আখিরাত

গ. রিসালাত ঘ. তাওহিদ

২২. তাওহিদে বিশ্বাস মানুষকে কিসের সুযোগ করে দেয়?

ক. কৃতজ্ঞতা প্রকাশের   খ. ঐক্য প্রতিষ্ঠার

গ. আনুগত্য প্রকাশের   ঘ. ভ্রাতৃত্ববোধের

২৩. মানুষ সর্বোত্তম সৃষ্টি কেন?

ক. বিবেকের জন্য খ. বাহ্যিক সৌন্দর্যের জন্য

গ. অর্থের জন্য ঘ. সব সৃষ্টির মধ্যে ক্ষমতাবান হওয়ার জন্য

২৪. কোন সুরার মাধ্যমে সংক্ষেপে আল্লাহর পরিচয় জানা যায়?

ক. সুরা ইখলাস খ. সুরা আল কাওসার

গ. সুরা হাদিদ ঘ. সুরা আল বাকারা

২৫. ‘কুফর’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. অবিশ্বাস করা খ. অংশীদার করা

গ. অবিচার করা ঘ. প্রতারণা করা

২৬. তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হতে চাও না। তোমার কী করা উচিত?

ক. সত্যকে গোপন না করা খ. গিবত না করা

গ. কাউকে অবিশ্বাস না করা ঘ. মিথ্যা না বলা

২৭. ইসলামের মৌলিক বিষয়গুলোর কোেনা একটিরও অস্বীকার করা কী?

ক. গুনাহ খ. হারাম 

গ. কুফর ঘ. শিরক

২৮. কুফর মানুষের মনে কী জন্ম দেয়?

ক অকৃতজ্ঞতা ও অবাধ্যতা 

খ. মিথ্যা

গ. লোভ ঘ. প্রতারণা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ক  ২৬. ক ২৭. গ ২৮. ক

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা