দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
২১. তারল্য ঝুঁকি বেশি থাকে—
i. একমালিকানা কারবারে
ii. অংশীদারি কারবারে
iii. কোম্পানির বিনিয়োগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. একটি কারবারে যত বেশি উত্থান-পতন হবে, তত কী হবে?
ক. ঝুঁকি তত কম
খ. ঝুঁকি তত বেশি
গ. অনিশ্চয়তা তত কম
ঘ. লাভ তত বেশি
২৩. কারবারে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলে?
ক. অর্থায়নের ঝুঁকি
খ. নিশ্চয়তা
গ. অর্থায়নের লাভ
ঘ. অর্থায়নের নিরাপত্তা
২৪. কারবারে নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
ক. প্রকল্পের ক্ষতি
খ. সুদের হার কমে যাওয়া
গ. তেলের দাম বৃদ্ধি
ঘ. মালিকের মৃত্যু
২৫. কারবারে ঝুঁকি কমানো যায় কেন?
ক. অনিশ্চিত বলে
খ. অধিক বলে
গ. পরিমাপ করা যায় বলে
ঘ. নির্দিষ্ট বলে
২৬. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—
i. পে–ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফা হার পদ্ধতি
iii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. একটি ব্যবসায়ে অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কিসের সৃষ্টি হয়?
ক. আর্থিক ক্ষতির
খ. মূলধনস্বল্পতার
গ. ব্যবসায়িক ঝুঁকির
ঘ. কারবার অব্যবস্থাপনার
২৮. ২৪. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয়—
ক. অর্থায়নের ঝুঁকি
খ. অর্থায়নের প্রত্যাশা
গ. ব্যবসায়িক অনিশ্চয়তা
ঘ. অর্থায়নের সংকট
২৯. ব্যবসায়িক কার্যক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখা দিলে তাকে কী বলে?
ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি
গ. ব্যবসায়িক ঝুঁকি ঘ. ফটকা ঝুঁকি
৩০. ব্যবসায়ে সাফল্য নির্ভর করে কিসের ওপর?
ক. তারল্য আধিক্য
খ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত
গ. আয় সিদ্ধান্ত
ঘ. ঝুঁকি গ্রহণ
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.খ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা