এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

নিমগাছ

১. লোকজন সেদ্ধ করে নিমগাছের কোন অংশটি খায়?

ক. কাণ্ড খ. ছাল

গ. ফুল ঘ. পাতা

২. নিমগাছের পাতা কীভাবে পিষে ব্যবহার করা হয়?

ক. শিলে পিষে

খ. ঢেঁকিতে পিষে

গ. সেদ্ধ করে পিষে

ঘ. তেলে ভেজে পিষে

৩. কবি থোকা থোকা নিমফুলকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. আকাশের খ. নক্ষত্রের

গ. তারকার ঘ. সমুদ্রের

৪. লোকজন নিমের কচি পাতা কাঁচা খায় কেন?

ক. স্বাদ গ্রহণের জন্য

খ. যকৃতের জন্য উপকারী

গ. রুচি বাড়ানোর জন্য

ঘ. কৃতিত্ব অর্জনের জন্য

৫. নিমের ডাল চিবানোর মধ্যে কী উপকারিতা আছে?

ক. চোখ ভালো থাকে

খ. দাঁত ভালো থাকে

গ. পেট ভালো থাকে

ঘ. গলা ভালো থাকে

আরও পড়ুন

৬. কবিরাজেরা কার প্রশংসায় পঞ্চমুখ?

ক. লক্ষ্মী বউয়ের খ. নিমগাছের

গ. রোগীদের ঘ. সৌন্দর্যের

৭. ‘অব্যর্থ’ শব্দের অর্থ কী?

ক. সম্ভাবনাময় খ. ব্যর্থ

গ. বিকল ঘ. যা ব্যর্থ হবে না

৮. নিমগাছটার কার সঙ্গে যেতে ইচ্ছা করল?

ক. কবিরাজের খ. লোকটার

গ. লেখকের ঘ. বিজ্ঞের

৯. হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো। কে এল?

ক. কবিরাজ খ. কবি

গ. ঠাকুর ঘ. বাউল

১০. নীল আকাশ থেকে একঝাঁক কী নেমে এসেছিল?

ক. তারা খ. নক্ষত্র

গ. ফুল ঘ. পরি

সঠিক উত্তর

নিমগাছ: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন