ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১০
১. শিশু অধিকার সংরক্ষণ করে নীতি প্রণয়ন করা কার দায়িত্ব?
ক. পরিবারের খ. সমাজের
গ. রাষ্ট্রের ঘ. বিদ্যালয়ের
২. ‘শিশু অধিকার সনদ’ কেন তৈরি করা হয়েছে?
ক. শিশুর জন্ম নিশ্চিত করার জন্য
খ. শিশুর অধিকার রক্ষার জন্য
গ. শিশুর দায়িত্ব–কর্তব্য নির্ধারণের জন্য
ঘ. শিশুর আচার-আচরণ নিয়ন্ত্রণের জন্য
৩. শিশুর সব সম্ভাবনা পরিপূর্ণভাবে বিকাশের জন্য প্রয়োজন—
i. তাদের প্রতিটি অধিকার রক্ষা করা
ii. তাদের ভালোবাসা
iii. তাদের অবাধে বিচরণ করতে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. শিশুর বিকাশে সহায়ক ভূমিকা পালন করে—
i. মতপ্রকাশের সুযোগ
ii. সব চাহিদা পূরণ
iii. নিরাপদ ও বাধাহীন চলাফেরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন ধরনের শিশুদের নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার রক্ষা করতে হবে?
ক. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের
খ. শারীরিকভাবে অক্ষম শিশুদের
গ.অটিস্টিক শিশুদের
ঘ. বৃহৎ সমাজের শিশুদের
৬. শিশুর জীবনের অনেক ব্যাপার কাদের ওপর নির্ভরশীল?
ক. সমাজের খ. সহপাঠীর
গ. বন্ধুর ঘ. বড়দের
৭. শিশুর অধিকার সংরক্ষণ করে নীতি প্রণয়ন করা কার দায়িত্ব?
ক. পরিবারের খ. সমাজের
গ. রাষ্ট্রের ঘ. বিদ্যালয়ের
৮. কার ওপর কোনো ব্যাপারে জোর খাটানো যাবে না?
ক. চাকরিজীবীর খ. শিশুর
গ. আসামির ঘ. শ্রমিকের
৯. শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে কোন সংস্থা?
ক. আসিয়ান খ. সার্ক
গ. জাতিসংঘ ঘ. জি-৭
১০. জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয় কবে?
ক. ২০ নভেম্বর ১৯৮৯
খ. ২৮ ডিসেম্বর ১৯৯১
গ. ২০ নভেম্বর ১৯৯৫
ঘ. ২৮ ডিসেম্বর ১৯৯৭
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.গ ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.খ ৯.গ ১০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা