এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৩১. ক্রয়মূল্যের ওপর লাভের পরিমাণ ২৫% হলে এবং বিক্রয়ের পরিমাণ যদি ২০,০০০ টাকা হয়; তবে লাভের পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা
গ. ৪,০০০ টাকা ঘ. ৫,০০০ টাকা
৩২. আশিক অ্যান্ড সন্সের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১৭,৫০০ টাকা; সমাপনী মজুত পণ্য ৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য ৫০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক. ৯,৫০০ টাকা খ. ১০,৫০০ টাকা
গ. ১৭,০০০ টাকা ঘ. ১১,০০০ টাকা
৩৩. প্রারম্ভিক মজুত পণ্য ২৫,০০০ টাকা; সমাপনী মজুত পণ্য ১৫,০০০ টাকা; বিক্রীত পণ্যের ব্যয় ৬০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?
ক. ৭০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা
ঘ. ৩৫,০০০ টাকা
৩৪. বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?
ক. ১৬.৬৭% খ. ২০%
গ. ২৫% ঘ. ৩৩%
৩৫. সুনামের অবলোপন কী?
ক. আয় খ. ক্ষতি
গ. ব্যয় ঘ. সম্পদ
৩৬. অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসার কী?
ক. আয় খ. দায়
গ. ব্যয় ঘ. সম্ভাব্য ব্যয়
৩৭. নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
ক. প্রাথমিক খরচ
খ. বিলম্বিত বিজ্ঞাপন
গ. মেরামত ব্যয়
ঘ. অবলেখকের কমিশন
৩৮. বিক্রয়ের ওপর মূসক কোন ধরনের আইটেম?
ক. দায় খ. সম্পদ
গ. আয় ঘ. ব্যয়
৩৯. ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করে কোনটি?
ক. উৎপাদন ব্যয় বিবরণী
খ. নগদ প্রবাহ বিবরণী
গ. আর্থিক অবস্থার বিবরণী
ঘ. আর্থিক বিবরণী
৪০. মূলধনজাতীয় উপাদানসমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়?
ক. বিশদ আয় বিবরণী
খ. উৎপাদন ব্যয় বিবরণী
গ. মালিকানা স্বত্ব বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩১.গ ৩২.খ ৩৩.খ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ক ৩৯.ঘ ৪০.ঘ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা