পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরীগাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন কাঙারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকরও। সুন্দরবনের স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

উত্তর

প্রশ্নগুলো হলো—

ক. সুন্দরবনের গোলপাতার বনে কে ঘুরে বেড়ায়?

খ. বাংলাদেশের দক্ষিণে কী রয়েছে?

গ. সুন্দরীগাছের বন কোথায় অবস্থিত?

ঘ. সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে আমরা বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারি কীভাবে?

ঙ. কেন চিতাবাঘ ও ওলবাঘ এখন আর দেখা যায় না?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (১)