এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ধাতু : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
ধাতু
২১. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক. ক্রিয়াপদ খ. প্রকৃতি
গ. ক্রিয়া প্রকৃতি ঘ. কৃদন্ত পদ
২২. ‘নয়ন’-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কী?
ক. নী + অনট খ. নে + অনট
গ. নী + অট ঘ. নে + অট
২৩. কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
ক. উক্তি খ. মুক্তি
গ. ভক্তি ঘ. শক্তি
২৪. ‘দাতব্য’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কর + নীয় খ. দাত + ব্য
গ. দ + তব্য ঘ. দা + তব্য
২৫. যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বলে—
ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. শব্দ বিভক্তি
২৬. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়?
ক. সান্ধ্য প্রকৃতি খ. ক্রিয়া প্রকৃতি
গ. নাম প্রকৃতি ঘ. নৈশ প্রকৃতি
২৭. প্রাতিপদিক-এর আরেক নাম কী?
ক. কৃৎ প্রত্যয় খ. ধাতু
গ. বাংলা প্রকৃতি ঘ. নাম প্রকৃতি
২৮. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কী বলে?
ক. তদ্ধিত প্রত্যয় খ. অন্ত প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয় ঘ. আন প্রত্যয়
২৯. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
ক. প্রত্যয়ান্ত শব্দ খ. কৃদন্ত শব্দ
গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. সাধিত শব্দ
৩০. বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
ক. দুই খ. চার
গ. তিন ঘ. পাঁচ
সঠিক উত্তর
ধাতু: ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.ঘ ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা