২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউরোপে আইইএলটিএস ছাড়াই বৃত্তির সুযোগ - ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডিতে

৮টি বিশ্ববিদ্যালয় ও ৩টি বৃত্তি—যেগুলোতে ভর্তির সময় আইইএলটিএস বাধ্যতামূলক নয়

৬৫০ বছরেরও বেশি বয়স ভিয়েনা বিশ্ববিদ্যালয়েরছবি: austrianinformation.org

সেন্ট্রাল ইউরোপের দেশ অস্ট্রিয়া। ইউরোপের এই দেশ মানসম্মত বিশ্ববিদ্যালয়, অসাধারণ পড়াশোনার পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার ফলে আইন, ব্যবসা, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষার অন্যতম একটি গন্তব্যে পরিণত হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অস্ট্রিয়ার বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আইইএলটিএস দরকার হয় না এবং পড়াশোনার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তিও পাওয়া যায়।

আজ আমরা এমন তিনটি বৃত্তি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা দেখব যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস লাগে না। এখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ভাষাগত যোগ্যতার বিস্তারিত দেখে নিতে পারবেন।

১। ভিয়েনা বিশ্ববিদ্যালয় (Vienna University)
এখানে ইংরেজি, ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান নিয়ে পড়তে গেলে ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট দরকার হয়। তবে এখানে ভর্তির সময় আইইএলটিএস দরকার হয় না। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

২। সালজবার্গ বিশ্ববিদ্যালয় (University of Salzburg)
এখানে আবেদন করতে ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হয়। আইইএলটিএস থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে থাকলে ভালো। শিক্ষার্থী ইংরেজিতে খুব দক্ষ, এমন একটি রিকমেন্ডেশন লেটার থাকলেই চলবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

৩। ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস টেকনিকুম উইন (University of Applied Sciences Technikum Wien)
এখানে পড়তে ইংরেজি অথবা জার্মান ভাষায় দক্ষতা লাগে। তবে যদি আপনি আগের প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন, তাহলে কোনো ভাষাগত দক্ষতার সনদ দরকার হবে না। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

৪। জোহানেস কেপলার বিশ্ববিদ্যালয় (Johannes Kepler University)
এই বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে আইইএলটিএস লাগে, সব বিষয়ের ক্ষেত্রে লাগে না। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

৫। মডুল বিশ্ববিদ্যালয় (Modul University)
এটি অস্ট্রিয়ার অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এখানে বাংলাদেশিরা এইচএসসির পরই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে শুরুতে এক সেমিস্টারের একটি ফাউন্ডেশন কোর্স করতে হবে। তাহলে আর আইইএলটিএস লাগবে না, কোর্সের শেষে থাকবে পরীক্ষা। মূল ডিগ্রি কোর্সে ভর্তির সময় আইইএলটিএস ৫.৫ স্কোর লাগবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

৬। ইনসব্রুক বিশ্ববিদ্যালয় (University of Innsbruck)
পূর্বের পড়াশোনা বাংলা মাধ্যমে হলেও ইংরেজি বিষয়ের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট থাকতে হবে অথবা পড়াশোনার মাধ্যম ইংরেজি হতে হবে, তাহলে আইইএলটিএস লাগবে না। তবে যদি আইইএলটিএস স্কোর ৫.৫ থাকে, তাহলে ভালো। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

৭। ভিয়েনা ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস (Vienna University of Economics and Business)
বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ব্যাচেলরে ভর্তি হতে হলে আইইএলটিএস লাগবে, তবে যদি অস্ট্রিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা সেন্টারের সার্টিফিকেট থাকে, যেখানে শিক্ষার্থীর B2 লেভেলের যোগ্যতা উল্লেখ থাকে, তাহলে আইইএলটিএস লাগবে না। আর মাস্টার্সে ভর্তির জন্য শিক্ষার্থীর ব্যাচেলর ডিগ্রি ইংরেজিতে করা হয়েছে, এমন প্রমাণ দিতে পারলে আর আইইএলটিএস লাগবে না। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।


৮। গ্রাজ কারিগরি বিশ্ববিদ্যালয় (Technical University Graz)
এখানে পড়তে ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে। শিক্ষার্থী যদি পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে করার প্রমাণ দেখাতে পারেন, তাহলে আইইএলটিএস লাগবে না। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

এবার দেখা যাক এমন তিনটি বৃত্তি, যেগুলোয় আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে:

১. অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়া সরকার সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় বিনা মূল্যে পড়াশোনার জন্য এই বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তির আওতায় শর্ট কোর্স, ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডিতে পড়াশোনা করা যায়।

যেসব বিষয়ে পড়া যাবে:

  • মেডিকেল সায়েন্স

  • হিউম্যান মেডিসিন

  • টেকনিক্যাল সায়েন্স

  • হেলথ সায়েন্স

  • মানবিক

  • কলা

  • প্রাকৃতিক বিজ্ঞান

  • সামাজিক বিজ্ঞান

আরও পড়ুন

বৃত্তির আওতায় যা থাকবে:

  • স্বাস্থ্য বিমা

  • যাতায়াত ভাতা

  • বাসস্থান ভাতা

  • মাসিক ভাতা

শর্তাবলি

  • ব্যাচেলর প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষার্থীর অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ১২ বছরের শিক্ষাজীবন পূর্ণ করতে হবে।

  • মাস্টার্সে আবেদনের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডিতে আবেদনের জন্য অবশ্যই ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

  • পিএইচডি প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং ব্যাচেলর ও মাস্টার্স প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে।

  • অস্ট্রিয়ার নাগরিক ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।


যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হবে oead.at/en/the-oead/our-programmes-from-a-to-z#c 24642 ঠিকানায়। এখানে বিভিন্ন দেশ ও প্রোগ্রামভিত্তিক আলাদা আলাদা বৃত্তির তালিকা আছে, যেগুলোর সময়সীমাও ভিন্ন ভিন্ন। তাই আপনি যে বিষয়ের জন্য আবেদন করতে চান, সেটি ভালোভাবে খুঁজে নিতে হবে।

আরও পড়ুন

২. অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট করপোরেশন বৃত্তি

এডিসি অগ্রাধিকার দেশ আর উন্নয়নশীল দেশ; এই দুই ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

যে বিষয়ে পড়াশোনা করা যাবে
এই বৃত্তির আওতায় ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করা যাবে। এখানে ইলেকটিভস হিসেবে থাকবে শিল্পোদ্যোগ তথা এন্ট্রাপ্রেনিউরশিপ ও শিক্ষক প্রশিক্ষণ তথা টিচার্স ট্রেনিং। পড়াশোনা করতে হবে অস্ট্রিয়ার ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে।

বৃত্তির আওতায় যা থাকবে

  • টিউশন ফি

  • স্বাস্থ্য বিমা

  • খাবার টাকা

  • ভ্রমণ ভাতা

  • ২০৫ ইউরো বা প্রায় ২৫ হাজার টাকা মাসিক হাতখরচ

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৪

  • কোর্স শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৪

  • বৃত্তি প্রাপ্তির ঘোষণা: মে ২০২৪

  • ভিসা আবেদন: ২০২৪ সালের মে মাসেই ভিসার জন্য আবেদন করতে হবে

আরও পড়ুন

যোগ্যতা

  • অস্ট্রিয়ার নাগরিক ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

  • বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

  • প্রথমে এই লিংক থেকে বৃত্তির ব্যাপারে ভালোভাবে বিস্তারিত জানতে হবে ও বুঝতে হবে।

  • ঢাকাস্থ অস্ট্রিয়ার দূতাবাসে যোগাযোগ করে কিংবা আইটিএইচের (ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

  • এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে [email protected] ই-মেইলে বিস্তারিত জিজ্ঞাসা করা যাবে।

  • সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম [email protected] ই-মেইলে পাঠিয়ে দিতে হবে। আবেদন ফরম ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় ডাকযোগেও পাঠানো যাবে।

  • কর্তৃপক্ষ আবেদন ফরম হাতে পেলে একটি ফিরতি ই-মেইলে জানিয়ে দেবে।
    ভর্তি আর খরচের ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন ith-salzburg.at/admission-and-fees/application

  • বৃত্তির ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন ith-salzburg.at/admission-and-fees/scholarship

আরও পড়ুন

৩. অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বৃত্তি

এই বৃত্তি অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) দিয়ে থাকে। আগামী ২০২৪ সাল থেকে পিএইচডি করার জন্য শিক্ষার্থীরা এই বৃত্তিতে আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে পিএইচডি করা যাবে

  • জীববিজ্ঞান

  • কম্পিউটার সায়েন্স

  • গণিত

  • পদার্থবিজ্ঞান

  • রসায়ন ও মৌলিক পদার্থ

  • ডেটা সায়েন্স ও বৈজ্ঞানিক গণনা

  • নিউরোসায়েন্স

  • জ্যোতির্বিদ্যা

  • ভূতত্ত্ব

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ৮ জানুয়ারি ২০২৪

  • কোর্স শুরু: সেপ্টেম্বর ২০২৪

আরও পড়ুন

বৃত্তির আওতায় যা থাকবে

  • টিউশন ফি

  • খাবার টাকা

  • বাসস্থান ভাতা

  • গবেষণা

  • স্বাস্থ্য বিমা

  • মাসিক হাতখরচ

  • বিমান টিকিট

  • ভ্রমণ ভাতা

যোগ্যতা
ব্যাচেলর অথবা মাস্টার্স থাকলেই আবেদন করা যাবে। তবে যেহেতু এই বৃত্তি অসাধারণ মেধাবীদেরই দেওয়া হয়, তাই শুধু ব্যাচেলর ডিগ্রি থাকলে শিক্ষার্থীর যেকোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে ফোকাস থাকতে হবে এবং অবশ্যই অসামান্য মেধার স্বাক্ষর রাখতে হবে। বিস্তারিত জানুন এখানে

যেভাবে আবেদন করবেন

  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Apply Now বাটনে ক্লিক করুন।

  • এখানে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।

  • আবেদন ফরম ভালোভাবে পূরণ করুন এবং প্রতিটি ধাপ শেষ করার পর সেভ করুন।

  • আবেদন ফরম পূরণ করা হয়ে গেলে সাবমিট করুন।

  • সফলভাবে আবেদন করা হলে বিশ্ববিদ্যালয় থেকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আরও পড়ুন