অধ্যায় ৫
১. প্রতিষ্ঠানের প্রতিটা খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ক. হিসাব খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
২. হিসাব কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
৩. অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. মনিহারি ঘ. ক্রয়
৪. কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স উভয়ই আছে?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. সম্পদ হিসাব
গ. নগদান হিসাব
ঘ. দায় হিসাব
৫. ব্যয়সায়ে ব্যবহারের জন্য টেবিল ও চেয়ার ক্রয় করলে কোন হিসাব ডেবিট হয়?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. ক্রয় ঘ. আসবাবপত্র
৬. কোনটি অন্য তিনটি হতে আলাদা?
ক. শিক্ষানবিশ সেলামি
খ. শিক্ষানবিশ ভাতা
গ. বিমা সেলামি
গ. খাজনা ও কর
৭. নিচের কোনটি অফিস সাপ্লাইজ হিসাব?
ক. এসি খ. প্রিন্টার
গ. কম্পিউটার ঘ. ঘড়ি
৮. সঞ্চিতি কোন ধরনের হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. মালিকানাস্বত্ব হিসাব
৯. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?
ক. আয়বাচক খ. ব্যয়বাচক
গ. ব্যক্তিবাচক ঘ. সম্পত্তিবাচক
১০. উত্তোলন হিসাব কী করে?
ক. সম্পদ হিসাব বৃদ্ধি করে
খ. স্বত্বাধিকার হ্রাস করে
গ. স্বত্বাধিকার বৃদ্ধি করে
ঘ. নগদ বৃদ্ধি করে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ক ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা