মূলধন ও সুদ - হিসাববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ছবি: ক্যাপিটাল ডটকম

অধ্যায় ২

[এর আগের প্রকাশিত লেখা]

২৭. কোন ক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাবকে সর্বদা পরিবর্তনশীল মনে করা হয়?

ক. চলতি হিসাবের ক্ষেত্রে 

খ. সংরক্ষিত মূলধনের ক্ষেত্রে 

গ. পুনরায় সমন্বয়ের ক্ষেত্রে 

ঘ. পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে

২৮. চুক্তির অবর্তমানে অংশীদাররা কী হারে মূলধন সরবরাহ ও উত্তোলন করতে পারে?

ক. অনুপাত অনুযায়ী 

খ. সমহার অনুযায়ী 

গ. মূলধন উত্তোলনের পরিমাণ অনুযায়ী 

ঘ. প্রত্যেক অংশীদারের ইচ্ছা অনুযায়ী

২৯. অংশীদারি চুক্তির অবর্তমানে নিচের কোনটি সঠিক নয়?

ক. অংশীদারদের বেতন পরিশোধ করা হবে না 

খ. অংশীদারদের কমিশন পরিশোধ করা হবে না 

গ. অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর সুদ ধার্য করা হবে না 

ঘ. অংশীদারদের ঋণের সুদ পরিশোধ করা হবে না

৩০. স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হলে অংশীদারদের বেতন, মূলধনের সুদ কমিশন নিচের কোন হিসাবে হিসাবভুক্ত হবে?

ক. লাভ–ক্ষতি হিসাব 

খ. মূলধন ও আবণ্টন হিসাব 

গ. মূলধন হিসাব 

ঘ. আবণ্টন ও চলতি হিসাব

৩১. মূলধনের ঋণাত্মক ব্যালেন্স বলতে কী বোঝায়?

ক. মূলধন খ. অতিরিক্ত মূলধন 

গ. ঘাটতি মূলধন ঘ. পর্যাপ্ত মূলধন

৩২. একজন অংশীদার প্রতি মাসের ১৫ তারিখে ৮০০ টাকা করে উত্তোলন করেন। বার্ষিক ১০% হারে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

ক. ৯৬০ টাকা খ. ৫২০ টাকা 

গ. ৪৮০ টাকা ঘ. ৪৪০ টাকা

৩৩. মি. নাফিজ কমিশন–পরবর্তী মুনাফার ৪% কমিশন পান। কমিশন–পরবর্তী মুনাফা ৪,০০০ টাকা হলে, কমিশন কত?

ক. ১৫৯.৮৬ টাকা খ. ১৬৭ টাকা 

গ. ১৫৮.৪০ টাকা ঘ. ১৬০ টাকা

৩৪. বার্ষিক উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে সাধারণত কত মাসের সুদ ধরতে হয়?

ক. ৫.৫ মাস খ. ৬ মাস 

গ. ৬.৫ মাস ঘ. ১২ মাস

৩৫. অংশীদারেরা প্রতি দুই মাস অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে উত্তোলন করলে, উত্তোলনের ওপর কত দিনের সুদ ধরতে হবে।

ক. ৬.৫ মাসের খ. ৫.৫ মাসের 

গ. ২.৫ মাসের ঘ. ১.৫ মাসের

৩৬. ১০% সুদে ১০,০০০ টাকার উত্তোলনের সুদ কত টাকা?

ক. ৫০০ টাকা খ. ১,০০০ টাকা

গ. ১০,০০০ টাকা ঘ. ১১,০০০ টাকা

৩৭. মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হয়?

ক. ৫.৫ খ. ৬ 

গ. ৬.৫ ঘ. ১২

৩৮. প্রতি মাসের শুরুতে ১০০ টাকা করে উত্তোলন করলে ৫% হারে সুদ হবে কত টাকা?

ক. ২৫ টাকা খ. ২৭.৫০ টাকা

গ. ৩০ টাকা ঘ. ৩২.৫০ টাকা

৩৯. এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে কাঙ্ক্ষিত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতিকে কী বলে?

ক. অস্তিত্ব খ. নিশ্চয়তা 

গ. সম্মতি ঘ. আশ্বস্ত

৪০. নিট মুনাফা ২০,০০০ টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার ওপর কমিশন ২০% হলে কমিশন কত টাকা?

ক. ৩,৩৩৩ টাকা খ. ৪,০০০ টাকা

গ. ৫০০০ টাকা ঘ. ২৫,০০০ টাকা

৪১. অংশীদারি কারবারে সমন্বিত মূলধন হিসাবে  কীভাবে দেওয়া থাকে?

ক. মুনাফা

খ. বেতন 

গ. প্রারম্ভিক মূলধন  

ঘ. সমাপনী মূলধন

৪২. কোন ব্যবসায়ে মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য নয়?

ক. অংশীদারি ব্যবসায় 

খ. পাবলিক লি. কোম্পানি 

গ. হোল্ডিং কোম্পানি 

ঘ. সাবসিডিয়ারি কোম্পানি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ ৪১. ঘ ৪২. ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা