বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনাঅধ্যায় ৬

অধ্যায় ৬

এবার জানব গল্পের বৈশিষ্ট্যগুলো:

১. গদ্যভাষায় রচিত একধরনের সাহিত্য যেখানে কাহিনি ও চরিত্র থাকে।

২. গল্পের কাহিনি বাস্তবজীবন থেকে নেওয়া যেতে পারে, আবার কল্পিতও হতে পারে।

৩. আয়তনে ছোট হয়।

৪. একটি বিষয়কে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়।

৫. গল্পে শাখাকাহিনি বা উপকাহিনি স্থান পায় না।

৬. ছোটগল্প শেষ হয় নাটকীয়ভাবে। গল্প পড়া শেষে পাঠকের মনে অতৃপ্তি রয়ে যায়।

৭. গল্পে চরিত্রের সংখ্যা বেশি হয় না।

৮. গল্পে পুরো জীবনের ঘটনা উঠে আসে না। টুকরা কোনো ঘটনা নিয়ে গল্প লেখা হয়।

৯. গল্প যেমন হঠাৎ করে শুরু হয়, তেমনি হঠাৎ করে শেষও হয়ে যায়।

এখন জানব গল্প লেখার কৌশল:

১. নাটকীয়ভাবে শুরু করা।

২. পরিধি ছোট হওয়ায় বিস্তারিত কাহিনি বর্ণনা না করে কেবল মূল ঘটনা বর্ণনা করা।

৩. ঘটনার বিন্যাসে বিস্তারিত কাহিনি বর্ণনা না করে কেবল মূল ঘটনা বর্ণনা করা।

৪. সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করা।

৫. চরিত্র অনুযায়ী মানানসই সংলাপ ব্যবহার করা।

৬. গল্পে কৌতূহল তৈরি ও আত্মতৃপ্তিসূচক পরিণতি বজায় রাখা।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা