দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১০
১. ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (SDG) অর্জনে কোন সংস্থা কাজ করে যাচ্ছে?
ক. বিশ্বব্যাংক খ. ব্র্যাক
গ. সার্ক ঘ. জাতিসংঘ
২. উন্নয়নের সুফলভোগকারী গোষ্ঠীকে কী বলা হয়?
ক. প্রান্তিকজন খ. অংশীজন
গ. সুবিধাভোগী ঘ. উন্নয়ন সহযোগী
৩. সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে—
i. পরিমিত সার
ii. কীটনাশক
iii. সেচ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. অংশীদারত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকতে হবে—
i. সমাজের সাধারণ মানুষ
ii. সমাজের উঁচুতলার মানুষ
iii. পরিবেশদূষণকারী মানুষেরা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. টেকসই উন্নয়নে একযোগে কাজ করতে হবে—
i. সরকারকে
ii. জনগণকে
iii. ব্যবসায়ীদের
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে কোনটি?
ক. অপরিকল্পিত উন্নয়ন
খ. জলবায়ু পরিবর্তন
গ. দ্রব্যমূল্য বৃদ্ধি
ঘ. কৃষিজমি ভরাট
৭. বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য লাভ করেছে কোনটি অর্জনে?
ক. MDG অর্জনে খ. SDG অর্জনে
গ. স্বাস্থ্য খাতে ঘ. খাদ্য উত্পাদনে
৮. বাংলাদেশ SDG বাস্তবায়নের মাধ্যমে কোনটি শূন্যের কাছাকাছি নিয়ে আসবে?
ক. দারিদ্র্যসীমা খ. নিরক্ষরতা
গ. চিকিত্সাহীনতা ঘ. দুর্নীতি
৯. বাংলাদেশকে কত সালের মধ্যে SDG অর্জন করতে হবে?
ক. ২০২৫ সালের খ. ২০৩০ সালের
গ. ২০৩২ সালের ঘ. ২০৩৫ সালের
১০. SDG–এর পূর্ণরূপ কোনটি?
ক. Sustainable Development Goals
খ. South Asian Development Goals
গ. Sustainable Develop Goal
ঘ. South Asian Develop Goal
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.ঘ ২.খ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ক ৯.খ ১০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা