অধ্যায় ৩
১. বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, এটি কোন সূত্র?
ক. নিউটনের গতির প্রথম সূত্র
খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র
গ. নিউটনের গতির তৃতীয় সূত্র
ঘ. মহাকর্ষ সূত্র
২. বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
ক. প্রথম গতিসূত্র খ. দ্বিতীয় গতিসূত্র
গ. তৃতীয় গতিসূত্র ঘ. মহাকর্ষ সূত্র
৩. ঘর্ষণের বাধার কারণে বস্তুর গতির কীরূপ পরিবর্তন হয়?
ক. গতি ধীরে ধীরে বৃদ্ধি পায়
খ. ত্বরণ বৃদ্ধি পায়
গ. গতিশীল করা সহজ হয়
ঘ. গতি হ্রাস পায়
৪. বস্তু যে অবস্থায় আছে, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ায় যে প্রবণতা বা ধর্ম, তাকে কী বলে?
ক. বল খ. ত্বরণ
গ. জড়তা ঘ. বেগ
৫. নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
ক. বল ও জড়তা
খ. বল ও ভরবেগ
গ. জড়তা ও ভরবেগ
ঘ. জড়তা ও শক্তি
৬. গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীদের সামনের দিকে হেলে পড়ার কারণ কী?
ক. স্থিতি জড়তা খ. গতি জড়তা
গ. ভারসাম্যহীনতা ঘ. অসাবধানতা
৭. পদার্থের জড়তার পরিমাপ কী?
ক. স্পর্শ বল খ. অস্পর্শ বল
গ. ভর ঘ. ওজন
৮. বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?
ক. ভর খ. সরণ
গ. বেগ ঘ. ত্বরণ
৯. বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি বৃদ্ধি পায়?
ক. দৃঢ়তা খ. স্থিতিস্থাপকতা
গ. জড়তা ঘ. বেগ
১০. বলের গুণগত ধারণা পাওয়া যায় নিচের কোন সূত্র থেকে?
ক. নিউটনের গতির প্রথম সূত্র
খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র
গ. নিউটনের গতির তৃতীয় সূত্র
ঘ. ভরবেগের নিত্যতা সূত্র
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা