২০২৩ সালের অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন - যশোর বোর্ড
যশোর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিচের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ রুটিন পরিবর্তন করতে পারবে।
বিশেষ নির্দেশাবলি
সকল শ্রেণির সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
পরীক্ষার সময়সূচিতে ৮ম থেকে ১০ম শ্রেণির যে-সকল বিষয়ের উল্লেখ নেই শুধু সে বিষয়সমূহ প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রশ্ন প্রণয়ন এবং বোর্ড প্রদত্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে হবে।
প্রথমে সৃজনশীল/রচনামূলক ও পরে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী আ্যানালগ ঘড়ি ও নন-প্রোগ্রামাবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
সময়সূচিতে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে ৷ এ পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়সমূহের পরীক্ষা অন্য কোনো প্রশ্নপত্রে গ্রহণ করা যাবে না।
অনলাইনে প্রদত্ত প্রশ্নপত্র ডাউনলোডের জন্য প্রয়োজনবোধে পাশ্ববর্তী প্রতিষ্ঠানের বা কেন্দ্র বিদ্যালয়ের সহায়তা নেওয়া যাবে।
প্রতিষ্ঠানপ্রধানগণ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবেন।
পরীক্ষার ফিস-বাবদ পরীক্ষার্থী প্রতি দশ টাকা হারে সোনালি সেবার মাধ্যমে জমা দিতে হবে।
যে-কোনো ধরনের সমস্যা দেখা দিলে ০১৯১৮৭৮১৭৫৪, ০১৭১৫৬৭১৬০২, ০১৭১৫৬৭১১৬৯, ০১৭১৮৬২৪৫৪৪, ০১৯১১৪৬০৩১৩, ০১৭১১৯৮৮১১২ নম্বরে যোগাযোগ করতে বলা হলো।
প্রকাশ থাকে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পরবর্তী সময়ে যদি কোনো নির্দেশনা/আদেশ জারি হয়, তা যথাযথভাবে পালনপূর্বক সমন্বয় করা হবে।