সাহিত্যের রূপ ও রীতি
২১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. ফুলমণি ও করুণার বিবরণ
খ. আলালের ঘরের দুলাল
গ. দুর্গেশনন্দিনী
ঘ. কপালকুণ্ডলা
২২. আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৩. আধুনিক বাংলা নাট্যসাহিত্যের পথিকৃৎ কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. দীনবন্ধু মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. তারাচাঁদ শিকদার
২৪. ‘চন্দ্রশেখর’ নাটকটির রচয়িতা কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. গিরিশচন্দ্র ঘোষ
গ. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৫. ছোটগল্প উপন্যাসের—
i. ক্ষুদ্র সংস্করণ
ii. খণ্ডিত শিল্পরূপ
iii. স্বতন্ত্র শিল্পকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. ছোটগল্পের বৈশিষ্ট্য—
i. উপন্যাসের মতো এতেও কাহিনি থাকে
ii. কাহিনির শুরু থেকে সমাপ্তিতে নাটকীয়তা
iii. ইঙ্গিতময় এবং আকস্মিক সমাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. সাহিত্য কী নিয়ে গঠিত হয়?
ক. চিন্তা খ. কল্পনা
গ. লেখনী ঘ. সৃষ্টিকর্ম
২৮. ‘বাঙালি বলিয়া লজ্জা নাই’—গ্রন্থটির
রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. শামসুর রাহমান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. হায়াৎ মামুদ
সঠিক উত্তর
সাহিত্যের রূপ ও রীতি: ২১.গ ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.খ ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা