বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

স্বদেশ

মূলভাব: নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। এই দেশের মাঠে মাঠে যেমন ফলে নানা ফসল, তেমনি রয়েছে অসংখ্য নদী। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবনযাত্রার বৈচিত্র্য ছোট্ট কিশোর মুগ্ধ চোখে দেখে। নদীর জোয়ার, নদীতীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি—সবকিছুই ছেলেটি মনের ভেতর ধরে রাখছে। মনোমুগ্ধকর স্বদেশের এই ছবি ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

টুকটুকে, শিল্পী, পাখপাখালির, কড়ি

ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত _____ দিয়ে।

খ. মেলা থেকে বোনের জন্য _____ একটা জামা কিনে আনব।

গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র _____ ।

ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় _____ কলকাকলি।

আরও পড়ুন

উত্তর:

ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত কড়ি দিয়ে।

খ. মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনব।

গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র শিল্পী।

ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন