এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৭১. বকেয়া খরচ কোন দায়ের উদাহরণ?

ক. চলতি দায় খ. চলতি সম্পত্তি

গ. স্থায়ী সম্পদ ঘ. স্থায়ী দায়

৭২. ঋণপত্রের বকেয়া সুদ কোন ধরনের দায়?

ক. চলতি খ. দীর্ঘমেয়াদি

গ. সম্ভাব্য দায় ঘ. অন্তর্দায়

৭৩. জনাব হোসেনের প্রস্তুতকৃত ৫,০০০ টাকার ৩ মাস মেয়াদি বিলে জামিল স্বীকৃতি প্রদান করে। জনাব হোসেন ওই দিনই বিলটি ব্যাংক থেকে ১২% হারে বাট্টা করে নেয়। বাট্টাকৃত বিলের প্রাপ্ত অর্থের পরিমাণ কত?

ক. ৪,৪০০ টাকা খ. ৪,৭০০ টাকা

গ. ৪,৮৫০ টাকা ঘ. ৪,৯০০ টাকা

৭৪. চলতি বছরে বিনিয়োগের ক্রয়মূল্যের ওপর ৫% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত?

ক. ৭১,২০০ টাকা খ. ৭৫,০০০ টাকা

গ. ৩৭,৫০০ টাকা ঘ. ১৮,৭৫০ টাকা

৭৫. কোনটি মূলধনজাতীয় ব্যয়?

ক. আসবাবপত্র ক্রয়

খ. কোমল পানীয় ক্রয়

গ. মনিহারি দ্রব্যাদি

ঘ. খাদ্যদ্রব্য ক্রয়

আরও পড়ুন

৭৬. ঢাকা লি.–এর প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা। এর মধ্যে চলতি বছরে পুরোনো আসবাবপত্র বিক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা, যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৪০,০০০ টাকার। বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের ওপর বার্ষিক ১০% হারে অবচয় ধরতে হবে। বছর শেষে আসবাবপত্রের সমাপনী উদ্ধৃত্ত কত টাকা হবে?

ক. ৯০,০০০ টাকা

খ. ৯২,০০০ টাকা

গ. ১,০০,০০০ টাকা

ঘ. ১,০২,০০০ টাকা

৭৭. মূলধন ১,০০,০০ টাকা, ঋণ ৫০,০০০ টাকা ও সম্পদ ক্রয় ১,১০,০০০ টাকা হলে সম্পদ ও দায়ের পার্থক্য কত?

ক. ৩৫,০০০ টাকা

খ. ৪০,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ১,০০,০০০ টাকা

৭৮. ১৪ জুলাই ২০১৯ তারিখে ধারে বিক্রয় ৭৫০ টাকা, শর্ত ২/১০, নিট ৩০। ১৬ জুলাই তারিখে ৫০ টাকার পণ্য ফেরত আসলে ২৩ জুলাই ২০১৯ তারিখে প্রাপ্য হিসাব থেকে কত টাকা পাওয়া যাবে?

ক. ৬৮৫ টাকা খ. ৬৮৬ টাকা

গ. ৭০০ টাকা ঘ. ৭৩৫ টাকা

৭৯. আকাশ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য চলতি বছর ১,০০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করল। এই লভ্যাংশ কোম্পানির কী?

ক. সম্পত্তি খ. দায়

গ. ব্যয় ঘ. আয়

৮০. সমাপনী মনিহারি কী?

ক. চলতি সম্পত্তি খ. চলতি দায়

গ. স্থায়ী সম্পত্তি ঘ. অস্থায়ী সম্পদ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৭১.ক ৭২.ক ৭৩.গ ৭৪.খ ৭৫.ক ৭৬.খ ৭৭.ঘ ৭৮.খ ৭৯.খ ৮০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন