বাংলা ১ম পত্র - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

বই পড়া

৬১. কোন রাজ্যের দান গ্রহণসাপেক্ষ?

ক. মনোরাজ্যের খ. নিজ রাজ্যের

গ. বৈশ্বিক রাজ্যের ঘ. পার্থিব রাজ্যের

৬২. কে ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন?

ক. বন্ধু খ. মা

গ. শিক্ষক ঘ. বাবা

৬৩. মায়েদের জোর করে শিশুদের গো-দুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সঙ্গে তুলনা করা যায়?

ক. সাহিত্য খ. পাঠ্য বিষয়

গ. শিক্ষাব্যবস্থা ঘ. শিক্ষার পদ্ধতি

৬৪. আমরা আত্মার অপমৃত্যুতে ভীত না হয়ে কী হয়ে উঠি?

ক. উত্ফুল্ল খ. আতঙ্কিত

গ. হতভম্ব ঘ. অবাক

৬৫. আমরা ভাবি দেশে যত ছেলে পাস করছে, তত কী হচ্ছে?

ক. উন্নয়ন খ. শিক্ষার বিস্তার

গ. বেকার ঘ. অগ্রগতি

৬৬. জ্ঞানচর্চার বিকাশ সাধনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার—

i. সরকারি প্রতিষ্ঠানে

ii. গ্রামে গ্রামে

iii. নগরে নগরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. আমাদের ছাত্ররা পরীক্ষার হলে কী উদ্​গিরণ করে?

ক. শিক্ষকের শেখানো বিদ্যা

খ. সৃজনশীল লেখা

গ. পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যা

ঘ. নোট বইয়ের মুখস্থ বিদ্যা

৬৮. লেখকের মতে, মানবজাতি কয় ভাগে বিভক্ত?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে

৬৯. আমাদের শিক্ষিত সমাজ বই স্পর্শ করে কেন?

ক. ইচ্ছাকৃত খ. বাধ্য হয়ে

গ. মনের আনন্দে ঘ. মনের খুশিতে

সঠিক উত্তর

বই পড়া: ৬১.ক ৬২.গ ৬৩.গ ৬৪.ক ৬৫.খ ৬৬.গ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা