প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, জীববিজ্ঞান পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৪, অধ্যায় ৫, অধ্যায় ৬, অধ্যায় ৭ ও অধ্যায় ৮ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
অধ্যায় ১
১. মানুষকে কেন ‘হেটারোট্রফিক’ বলা হয়?
ক. ছোট কোষ গহ্বরের জন্য
খ. কোষে প্লাস্টিড অনুপস্থিতির জন্য
গ. কোষপ্রাচীর অনুপস্থিতির জন্য
ঘ. জটিল টিস্যুতন্ত্রের জন্য
২. কোন রাজ্যের সদস্যরা ‘হেটারোট্রফিক’?
ক. মনেরা খ. ফানজাই
গ. অ্যানিমেলিয়া ঘ. প্রোটিস্টা
৩. দ্বিপদ নামকরণ করা হয় কোন ভাষায়?
ক. জার্মান খ. ল্যাটিন
গ. ফরাসি ঘ. স্প্যানিশ
৪. সকল মেরুদণ্ডী প্রাণী কোন রাজে৵র অন্তর্ভুক্ত?
ক. মনেরা খ. ফানজাই
গ. অ্যানিমেলিয়া ঘ. প্রোটিস্টা
৫. বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি কিসের?
ক. গণ খ. বর্গ
গ. প্রজাতি ঘ. গোত্র
৬. দ্বিপদ নামকরণের জনক কে?
ক. ক্যারোলাস লিনিয়াস
খ. ক্যাভিয়ার স্মিথ
গ. ম্যান্ডেল
ঘ. নিউটন
৭. ‘ট্যাক্সোনমি’ কী?
ক. শ্রেণীকরণ
খ. শ্রেণিবিন্যাস
গ. শ্রেণিবিন্যাসবিদ্যা
ঘ. শ্রেণিবিদ্যা
৮. ‘প্যারামেসিয়াম’ কোন রাজে৵র অন্তর্ভুক্ত?
ক. মনেরা খ. ফানজাই
গ. অ্যানিমেলিয়া ঘ. প্রোটিস্টা
৯. জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা হয় কোথায়?
ক. ট্যাক্সোনমি খ. হিস্টোলজি
গ. জেনেটিক্স ঘ. ইকোলজি
১০.‘ইকোলজি’র সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে?
ক. জীব
খ. প্রাকৃতিক পরিবেশ ও জীব
গ. জীব ও জড়
ঘ. জড় ও প্রকৃতি
১১. Panthra tigris কোনটির বৈজ্ঞানিক নাম?
ক. বাঘ খ. চিতা বাঘ
গ. ওল বাঘ ঘ. রয়েল বেঙ্গল টাইগার
১২. Oryza sativa কোনটির বৈজ্ঞানিক নাম?
ক. পাট খ. ধান
গ শাপলা ঘ. জবা
১৩. কোন রাজ্যের যৌনজনন অ্যানাইসোগ্যামাস ধরনের?
ক. প্লান্টি খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. অ্যানিমেলিয়া
১৪. কোনটি অটোট্রফিক?
ক. কেঁচো খ. শালিক
গ. বোয়াল মাছ ঘ. কাঁঠালগাছ
১৫. পর্বের উপসেট কোনটি?
ক. শ্রেণি খ. বর্গ
গ. গোত্র ঘ. গণ
১৬. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
ক. লিপিড খ. কাইটিন
গ. লিগনিন ঘ. সুবেরিন
১৭. কোনটি সুপার কিংডম?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা
১৮. জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?
ক. বর্গ খ. গোত্র
গ. জীবের শ্রেণি ঘ. রাজ্য
১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?
ক. প্রজাতি খ. গণ
গ. গোত্র ঘ. বর্গ
২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে—
i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত
ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.খ
অধ্যায় ২
১. বৃহৎ কোষগহ্বর কোন কোষের বৈশিষ্ট্য?
ক. প্রাণিকোষ খ. উদ্ভিদকোষ
গ. আদিকোষ ঘ. সরলকোষ
২. কোনটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?
ক. গলজি বডি
খ. লাইসোজোম
গ. রাইবোজোম
ঘ. ক্রিষ্টি
৩. কোষকঙ্কালের তন্তু নির্মিত হয়—
i. অ্যাকটিন দিয়ে
ii. মায়োসিন দিয়ে
iii. টিউবিউলিন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?
ক. রাইবোজোমে খ. সেন্ট্রোজোমে
গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৫. ত্বক দেহকে—
i. আচ্ছাদন করে
ii. বাইরের আঘাত থেকে রক্ষা করে
iii. জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় তৈরি করে—
i. ফ্লাজেলা
ii. স্পিন্ডল যন্ত্র
iii. অ্যাস্টার রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সিভকোষ ও লোহিত রক্ত কণিকায় কোনটি থাকে না?
ক. নিউক্লিয়াস খ. সেন্ট্রিওল
গ. প্লাজমা ঘ. রাইবোজোম
৮. ক্রোমাটিন জালিকা কোথায় থাকে?
ক. নিউক্লিয়াসে খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. প্লাস্টিডে ঘ. রাইবোজোমে
৯. টিস্যু কোষগুলো—
i. জীবিত
ii. সমব্যাসীয়
iii. প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ—
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত করা
iii. খাদ্য পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ট্রাকিড কোষ—
i. লম্বা
ii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
iii. লিগনিন জমা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. গুপ্তজীবী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায় কী?
ক. ভেসেল
খ. ট্রাকিড
গ. জাইলেম
ঘ. জাইলেম প্যারেনকাইমা
১৩. ভেসেলের আকৃতি—
i. সোপানাকার
ii. সর্পিলাকার
iii. বলয়াকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. পাটের আঁশ আসলে কী?
ক. ফাইবার
খ. বাস্ট ফাইবার
গ . ফ্লোয়েম
ঘ. জাইলেম
১৫. শারীরবৃত্তীয় বিপাকে ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে কী বর্জ্য পদার্থ তৈরি হয়?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই–অক্সাইড ঘ. সালফার
১৬. রক্ত জমাট বাঁধায় অংশ নেয় কোনটি?
ক. অণুচক্রিকা খ. শ্বেত রক্তকণিকা
গ. লসিকা ঘ. লোহিত রক্তকণিকা
১৭. মানুষের নাক ও কানের পিনা কী দিয়ে তৈরি?
ক. অস্থি খ. কোমলাস্থি
গ. আবরণী কলা ঘ. স্নায়ুকলা
১৮. রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
ক. ৫০–৫১% খ. ৬০–৬১%
গ. ৭১–৮১% ঘ. ৯১–৯২%
১৯. রক্ত এক ধরনের—
i. ক্ষারীয়
ii. ঈষৎ লবণাক্ত
iii. তরল যোজক টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে কোনটি?
ক. পানি খ. রক্ত
গ. টিস্যু ঘ. লসিকা
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ
অধ্যায় ৪
১. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি?
ক. শ্বসন
খ. প্রশ্বেদন
গ. সালোকসংশ্লেষণ
ঘ. অভিস্রবণ
২. একটি গাছে শ্বসনের হার কোথায় বেশি?
ক. মূল ও কাণ্ডের অগ্রভাগ
খ. পাতার নিম্নপৃষ্ঠ
গ. ভ্রূণ
ঘ. মূলের শেষভাগ
৩. বায়ুতে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
ক. O2 খ. CO2
গ. C4 ঘ. ATP
৪. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৫. গ্লাইকোলাইসিস ধাপটি কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৬. কোনটি সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস?
ক. পানি
খ. ক্লোরোফিল
গ. সূর্যের আলো
ঘ. কার্বন ডাই-অক্সাইড
৭. কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?
ক. গ্লুকোজ
খ. রাইবুলোজ
গ. অ্যাসিটাইল কো-এ
ঘ. পাইরুভিক অ্যাসিড
৮. ক্রেবস চক্রের সকল বিক্রিয়া কোথায় ঘটে?
ক. মাইটোকন্ড্রিয়াতে
খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে
ঘ. গ্লাইকোলাইসিসে
৯. কত তাপমাত্রা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না?
ক. ১৫° সেলসিয়াসের নিচে
খ. ৪৫° সেলসিয়াসের ওপরে
গ. ৫৫° সেলসিয়াসের ওপরে
ঘ. ৫৫° সেলসিয়াসের নিচে
১০. কোনটি শ্বসনের ক্রিয়াকে স্বাভাবিক রাখে?
ক. অক্সিজেন সরবরাহ
খ. তাপ
গ. পরিমিত পানি সরবরাহ
ঘ. সূর্যালোক
১১. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো–এ ও ক্রেবস চক্রে মোট কত অণু NADH2 তৈরি হয়?
ক. ২ অণু খ. ৪ অণু
গ. ৬ অণু ঘ. ৮ অণু
১২. ক্যালভিন ও ব্যাশাম চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট
খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
গ. ফসফোগ্লিসারালাডিহাইড
ঘ. ফসফোগ্লিসারিক অ্যাসিড
১৩. C3 চক্রে কোনটি প্রথম কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?
ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড
খ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট
গ. ফসপোগ্লিসারালডিহাইড
ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
১৪. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
ক. ১৫° সে-৩৫° সে
খ. ২০° সে-৩৫° সে
গ. ২০° সে-৪৫° সে
ঘ. ২৫° সে-৩৫° সে
১৫. C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
খ. ফসফোগ্লিসারালডিহাইড
গ. ফসফোগ্লিসারিক অ্যাসিড
ঘ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট
১৬. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?
ক. ১৮টি খ. ২৮টি
গ. ৩১টি ঘ. ৩৮টি
১৭. সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. সাইটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
১৮. সবাত শ্বসন সাধারণত কয়টি ধাপে
সম্পন্ন হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৯. একটি কাঁঠালগাছের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়ার শক্তি আসে—
i. সবাত শ্বসনের মাধ্যমে
ii. অবাত শ্বসনের মাধ্যমে
iii. সালোকসংশ্লেষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i খ. iii
গ. i ও ii ঘ. ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা তার ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে তার পায়ের ধাক্কায় একটি ইট সরে যায়। সে দেখতে পায় ইটের নিচে থাকা ঘাসগুলো সাদা হয়ে আছে।
২০. ব্যবহারিক ক্লাসে অর্পার উপকরণটির মধ্যে বিদ্যমান—
ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. প্রোটোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.খ
অধ্যায় ৫
১. উদ্ভিদের কতটি খনিজ পুষ্টি উপাদান শনাক্ত করা সম্ভব হয়েছে?
ক. ৪০টি খ. ৫০টি
গ. ৬০টি ঘ. ৭০টি
২. কোনটি উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে?
ক. ম্যাক্রো উপাদান
খ. মাইক্রো উপাদান
গ. শ্বেতসার
ঘ. গ্লাইকোজেন
৩. কয়টি অজৈব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ১০টি
৪. কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান?
ক. কার্বন খ. সালফার
গ. ফসফরাস ঘ. তামা
৫. উদ্ভিদ কোনটি বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে?
ক. কার্বন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. সালফার
৬. উদ্ভিদ কোন উপাদানটি আয়ন হিসেবে মাটি থেকে গ্রহণ করে?
ক. Mg++ খ. C
গ. H ঘ. O
৭. কোন মৌলটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?
ক. Cl খ. C
গ. Mg ঘ. O2
৮. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন
গ. পটাশিয়াম
ঘ. ম্যাগনেশিয়াম
৯. উদ্ভিদের মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সালফার খ. ম্যাগনেসিয়াম
গ. পটাশিয়াম ঘ. ফসফরাস
১০. উদ্ভিদ কর্তৃক পানি থেকে গৃহীত পুষ্টি উপাদান—
i. নাইট্রোজেন
ii. হাইড্রোজেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ক্লোরোফিল অণু সৃষ্টিতে ভূমিকা রাখে—
i. আয়রন
ii. নাইট্রোজেন
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পাতায় মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. সালফার খ. লৌহ
গ. ম্যাগনেশিয়াম ঘ. ফসফরাস
১৩. উদ্ভিদে ফসফরাসের অভাব হলে কোনটি ঘটবে?
ক. খর্বকায় উদ্ভিদ খ. ক্লোরোসিস
গ. ডাইব্যাক ঘ. বিকৃত পাতা
১৪. কোনটির অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়?
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. ম্যাগনেশিয়াম ঘ. লৌহ
১৫. পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিসের জন্য কোনটি দায়ী?
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. ক্যালসিয়াম ঘ. ম্যাগনেশিয়াম
১৬. কোনটির অভাবে কাণ্ডের শীর্ষ মরে যায়?
ক. ক্যালসিয়াম খ. লৌহ
গ. সালফার ঘ. ম্যাগনেশিয়াম
১৭. নিচের কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়?
ক. লৌহ খ. সালফার
গ. ফসফরাস ঘ. বোরন
১৮. বোরনের অভাবে—
i. খর্বাকৃতির উদ্ভিদের সৃষ্টি হয়
ii. কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়
iii. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. কোনটিতে নাইট্রোজেন রয়েছে?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. খনিজ লবণ
২০. কোনটি এক অণুবিশিষ্ট শর্করা?
ক. সুকরোজ খ. গ্লুকোজ
গ. ল্যাকটোজ ঘ. শ্বেতসার
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.খ
অধ্যায় ৬
১. উদ্ভিদের মোট প্রস্বেদনের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
ক. ১০%–৪৫% খ. ৩০%–৮৫%
গ. ৫০%–৮৫% ঘ. ৯০%–৯৫%
২. রক্ত একটি—
i. অস্বচ্ছ
ii. মৃদু ক্ষারীয়
iii. লবণাক্ত তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. হাড়ের লাল অস্থিমজ্জাতে কোনটির জন্ম হয়?
ক. লোহিত রক্তকণিকা খ. অণুচক্রিকা
গ. গ্লুকোজ ঘ. হরমোন
৪. রক্তের শতকরা কত ভাগ রক্তরস?
ক. ৪৫ ভাগ খ. ৫৫ ভাগ
গ. ৩৫ ভাগ ঘ. ৯৬ ভাগ
৫. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক. ৭৫ দিন খ. ৮০ দিন
গ. ১১০ দিন ঘ. ১২০ দিন
৬. অনুচক্রিকার গড় আয়ু কত দিন!
ক. ৫–১০ দিন খ. ৬–১৮ দিন
গ. ৭–২০ দিন ঘ. ৮–২২ দিন
৭. অ্যান্টিবডি কে গঠন করে?
ক. মনোসাইট খ. বেসোফিল
গ. লিম্ফোসাইট ঘ. নিউট্রাফিল
৮. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কে জীবাণু ভক্ষণ করে?
ক. মনোসাইট খ. বেসোফিল
গ. লিম্ফোসাইট ঘ. নিউট্রাফিল
৯. রক্ত তঞ্চন বা জমাট বাঁধানোতে সাহায্য করা কার কাজ?
ক. অণুচক্রিকার খ. লোহিত রক্তকণিকার
গ. রক্তকণিকার ঘ. শ্বেত রক্তকণিকার
১০. একজন সুস্থ ব্যক্তি কত দিন পরপর রক্ত দিতে পারে?
ক. ২০ দিন খ. ১ মাস
গ. ২ মাস ঘ. চার মাস
১১. হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
ক. পেরিকার্ডিয়াম খ. মায়োকার্ডিয়াম
গ. অলিন্দ ঘ. নিলয়
১২. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. ব্যারোমিটার
গ. রেক্টোমিটার
ঘ. ডায়ামিটার
১৩. স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট—
i. শ্বাসনালির প্রদাহ
ii. ফুসকুড়িযুক্ত সংক্রমক জ্বর
iii. টনসিলের প্রদাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্সে পৌঁছায়। একইভাবে পানি—
i. অন্তঃত্বক হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
ii. কর্টেক্স হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
iii. পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পাতার ওপরের ও নিচের কিউটিনের আবরণকে কী বলে?
ক. লেন্টিসেল খ. ক্যালোজ
গ. কিউটিকল ঘ. প্রোটিন
১৬. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?
ক. কিউটিকল খ. লেন্টিসেল
গ. বর্ষবলয় ঘ. কাইটিন
১৭. জীবনীশক্তির মূল কী?
ক. রক্ত খ. স্নায়ু
গ. পেশি ঘ. হাড়
১৮. রক্তরসের প্রধান উপাদান কী?
ক. অক্সিজেন খ. পানি
গ. লৌহ ঘ. ক্যালসিয়াম
১৯. কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?
ক. শ্বেত রক্তকণিকায় খ. লোহিত রক্তকণিকায়
গ. অণুচক্রিকায় ঘ. স্নায়ুকোষে
২০. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক. ১–৭ দিন খ. ১–১৫ দিন
গ. ১–১৭ দিন ঘ. ১–২৫ দিন
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.খ
অধ্যায় ৭
১. কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?
ক. ব্যাপন ও অভিস্রবণ
খ. প্রস্বেদন ও ইমবাইবিশন
গ. সালোকসংশ্লেষণ ও শ্বসন
ঘ. ব্যাপন ও শ্বসন
২. উদ্ভিদ সালোকসংশ্লেষণে কোন গ্যাস গ্রহণ করে?
ক. O2 খ. CO2
গ. N2 ঘ. H2
৩. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্যাস গ্রহণ করে?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন
গ. প্রস্বেদন
ঘ. ব্যাপন
৪. কিসের দ্বারা উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?
ক. হাইডাথোড খ. পাতার স্টোমাটা
গ. কিউটিকল ঘ. জাইলেম
৫. লেন্টিসেল কোথায় পাওয়া যায়?
ক. পরিণত পাতায়
খ. পরিণত কাণ্ডের বাকলে
গ. পরিণত মূলে
ঘ. অপরিণত মুকুলে
৬. কখন সালোকসংশ্লেষণের হার অধিক হয়?
ক. দিনের বেলায়
খ. রাতের বেলায়
গ. বিকেলবেলায়
ঘ. দিবা-রাত্রি সব সময়
৭. সালোকসংশ্লেষণে উত্পাদিত গ্যাসের কিছু অংশ কোথায় ব্যবহৃত হয়?
ক. ব্যাপনে খ. অভিস্রবণে
গ. শ্বসনে ঘ. ইমবাইবিশনে
৮. দিবা-রাত্রি সব সময় কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?
ক. সালোকসংশ্লেষণ
খ. সালোক বিভাজন
গ. শ্বসন
ঘ. প্রস্বেদন
৯. রাতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে কেন?
ক. সালোকসংশ্লেষণের জন্য
খ. প্রস্বেদনের জন্য
গ. ইমবাইবিশনের জন্য
ঘ. শ্বসনের জন্য
১০. উদ্ভিদ প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে কোথা থেকে?
ক. পাতা থেকে খ. পরিবেশ থেকে
গ. মূল থেকে ঘ. পানি থেকে
১১. উদ্ভিদ শোষিত পানি ও CO2–এর বিক্রিয়া ঘটিয়ে কোনটি তৈরি করে?
ক. H2 খ. O2
গ. N2 ঘ. CO
১২. জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান কোনটি?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
১৩. মানবদেহে বাতাসের সাহায্যে ফুসফুসে কোনটি প্রবেশ করে?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. অক্সিজেন
গ. পানি ঘ. গ্লুকোজ
১৪. দেহের অঙ্গগুলোয় অক্সিজেন কিসের সাহায্যে পৌঁছায়?
ক. লসিকার সাহায্যে খ. খাবারের সাহায্যে
গ. পিত্তরসের সাহায্যে ঘ. রক্তের সাহায্যে
১৫. গলবিলের পশ্চাতে অবস্থিত উপরিতলের ছোট অংশটির নাম কী?
ক. আলাজিহ্বা খ. উপজিহ্বা
গ. ট্রাকিয়া ঘ. মধ্যচ্ছদা
১৬. স্বরযন্ত্রের দুই ধারের দুটি পেশিকে কী বলে?
ক. অ্যালভিওলাস খ. ভোকাল কর্ড
গ. উপজিহ্বা ঘ. আলাজিহ্বা
১৭. নাসিকার পশ্চাৎ অংশ কোন পর্যন্ত বিস্তৃত?
ক. গলবিল খ. স্বরযন্ত্র
গ. শ্বাসনালি ঘ. নাসিকা ছিদ্র
১৮. CO2 কোষ আবরণ থেকে সবশেষে কোথায় প্রবেশ করে?
ক. লসিকায় খ. রক্তরসে
গ. কৈশিকনালিতে ঘ. রক্তকণিকায়
১৯. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কী?
ক. ট্রাকিয়া খ. ফুসফুস
গ. স্বরযন্ত্র ঘ. গলবিল
২০. ট্রাকিয়ার প্রাচীরের পেশির আকৃতি কেমন?
ক. দণ্ডাকৃতির খ. আংটি আকৃতির
গ. বলয় আকৃতির ঘ. শিম আকৃতির
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ
অধ্যায় ৮
১. ডায়াবেটিসের কারণে কোন রোগটি হতে পারে?
ক. এইডস
খ. কিডনি বিকল
গ. ফুসফুস ক্যানসার
ঘ. বৃক্কে ক্যানসার
২. হেনলির লুপ কোন অঙ্গে অবস্থিত?
ক. হৃৎপিণ্ড খ. ফুসফুস
গ. বৃক্ক ঘ. যকৃৎ
৩. কোমরের পেছনে ব্যথা করে কেন?
ক. বৃক্কে পাথর হলে
খ. বাত হলে
গ. কোমর ভেঙে গেলে
ঘ. ক্যালসিয়ামের অভাবে
৪. ইউরিয়া উৎপন্ন হয় কোনটি থেকে?
ক. আমিষ খ. গ্লুকোজ
গ. অ্যামোনিয়া ঘ. ফ্যাট
৫. ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি?
ক. ভেদ্য খ. অভেদ্য
গ. বৈষম্যভেদ্য ঘ. আংশিক বৈষম্যভেদ্য
৬. প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
ক. মেডুলায় খ. সংগ্রাহী নালিতে
গ. হাইলাসে ঘ. পেলভিসে
৭. বৃক্কের আবরণকে কী বলা হয়?
ক. ক্যাপসুল খ. প্লুরা
গ. পেরিকার্ডিয়াম ঘ. পেরিটোনিয়াম
৮. রেনাল ক্যাপসুল–সংলগ্ন অংশকে কী বলে?
ক. কর্টেক্স খ. মেডুলা
গ. হাইলাম ঘ. নেফ্রন
৯. ইউরোক্রোম পিগমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়?
ক. রক্তে খ. রক্তরসে
গ. লসিকায় ঘ. মূত্রে
১০. নিচের কোনটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর?
ক. অ্যামাইনো অ্যাসিড
খ. পটাশিয়াম
গ. আয়োডিন
ঘ. ইউরিক অ্যাসিড
১১. বৃক্ক যে তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে, তাকে কী বলে?
ক. পেলভিস খ. মেডুলা
গ. রেনাল ক্যাপসুল ঘ. হাইলাস
১২. কিডনি সংযোজনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি?
ক. নিকট আত্মীয় খ. রক্তের আত্মীয়
গ. টিস্যু ম্যাচ ঘ. রক্তের গ্রুপ ম্যাচ
১৩. বৃক্ক নিয়ন্ত্রণ করে—
i. সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণ
ii. খাদ্যের পরিপাক
iii. দেহের রক্তচাপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. বৃক্ক বিকল হয়—
i. নেফ্রাইটিসে
ii. ডায়াবেটিসে
iii. উচ্চ রক্তচাপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায়—
i. পানির ভারসাম্য
ii. অম্ল ও ক্ষারের ভারসাম্য
iii. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. রেনাল প্যাপিলা কোথায় থাকে?
ক. কর্টেক্সে খ. হাইলামে
গ. মূত্রথলিতে গ. মেডুলায়
১৭. অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে?
ক. আলু খ. গুড়
গ. তিল ঘ. ডাল
১৮. কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
ক. জাম খ. সবজি
গ. চিনি ঘ. মাছ
১৯. কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে?
ক. হৃৎপিণ্ড খ. ফুসফুস
গ. বৃক্ক ঘ. যকৃৎ
২০. কিডনি বিকলের কারণ কী?
ক. ক্যানসার খ. এইডস
গ. ডায়াবেটিস ঘ. হাঁপানি
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.খ ২.গ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা