অধ্যায় ২
১. ভাজক কোষে অনুপস্থিত কোনটি?
ক. কোষপ্রাচীর খ. নিউক্লিয়াস
গ. কোষগহ্বর ঘ. সেলুলোজ
২. কোষগহ্বরে বিদ্যমান থাকে—
i. জৈব অ্যাসিড ও লবণ
ii. আমিষ ও শর্করা
iii. অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. জীবদেহের গঠনগত ও কার্যকর এককের নাম কী?
ক. কলা খ. মাইটোকন্ড্রিয়া
গ. কোষ ঘ. প্লাস্টিড
৪. কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন?
ক. রবার্ট ব্রাউন
খ. রবার্ট হুক
গ. আইজ্যাক নিউটন
ঘ. ক্যারোলাস লিনিয়াস
৫. একটি আদর্শ উদ্ভিদকোষের প্রধান অংশ কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৬. উদ্ভিদকোষের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. পেকটিন খ. সেলুলোজ
গ. গ্লুকোজ ঘ. প্রোটিন
৭. প্রাণিকোষের আবরণটি কী দ্বারা গঠিত?
ক. সেলুলোজ খ. পেকটিন
গ. প্লাজমা পর্দা ঘ. প্রোটিন
৮. কোষমধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে কী বলে?
ক. সাইটোপ্লাজম খ. প্রোটোপ্লাজম
গ. নিউক্লিওপ্লাজম ঘ. এন্ডোপ্লাজম
৯. প্রোটোপ্লাজম কোষের প্রধান কয়টি অংশ ধারণ করে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১০. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৫৭-৮০ ভাগ খ. ৬৭-৯০ ভাগ
গ. ৭৭-৮০ ভাগ ঘ. ৮৭-১০০ ভাগ
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.খ ৯.ক ১০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা