এইচএসসি ২০২৩ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ২: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১১. কোনটি হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতিবহির্ভূত?
ক. একতা খ. শ্রমবিভাজন
গ. নিয়মানুবর্তিতা ঘ. সততা
১২. একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এটি হেনরি ফেয়লের কোন নীতির অন্তর্গত?
ক. আদেশের ঐক্য খ. নির্দেশনার ঐক্য
গ. শৃঙ্খলা ঘ. সাম্য
১৩. জনাব মাহাদ সিমেনটেক নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের সব কাজ বিভিন্ন ভাগে ভাগ করেন এবং যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগ করেন, যাতে প্রত্যেক কর্মী নিজ নিজ কার্যক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান অর্জন করতে পারেন। এখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন?
ক. জোড়া-মই-শিকল
খ. ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সমতা
গ. চাকরির স্থায়িত্ব
ঘ. কার্যবিভাজন
১৪. ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো নির্দেশনার ঐক্য। এ নীতির মূল কথা হচ্ছে—
i. এটি কাজের সঙ্গে সম্পৃক্ত
ii. প্রতিষ্ঠানে একাধিক নির্দেশনার অনুপস্থিতি
iii. একটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. আদর্শ ব্যবস্থাপকের ধারণাগত দক্ষতা কোনটি?
ক. ব্যবসায়ে মূলধন বিনিয়োগ
খ. সাহসী হওয়া
গ. সঠিক অনুমান করা
ঘ. সমস্যার কারণ নির্ণয়
১৬. নিচের কোন ধরনের দক্ষতা সমভাবে সব ব্যবস্থাপকের জন্য প্রয়োজন?
ক. মানবীয় খ. কারিগরি
গ. ধারণাগত ঘ. সমস্যা অনুধাবন
১৭. ‘ব্যবস্থাপনা একটি শাস্ত্র বা বিষয়’—বিষয়টি সর্বপ্রথম জনসমক্ষে কে তুলে ধরেন?
ক. রবার্ট ওয়েন
খ. এফ ডব্লিউ টেইলর
গ. অধ্যাপক নিউম্যান
ঘ. হেনরি ফেয়ল
১৮. কারিগরি দক্ষতার অন্তর্ভুক্ত হচ্ছে—
i. উদ্ধৃতপত্র তৈরি
ii. কম্পিউটার পরিচালনা
iii. হিসাব সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সঙ্গে মিল রয়েছে—
i. ক্লান্তি নিরীক্ষা
ii. গতি নিরীক্ষা
iii. মানসিক বিপ্লব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. হাবিব সাহেব একটা প্রতিষ্ঠানের গণসংযোগ কর্মকর্তা। ব্যবস্থাপনায় তার কোন ধরনের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ?
ক. আন্তব্যক্তিক খ. তথ্যসংশ্লিস্ট
গ. সিদ্ধান্তমূলক ঘ. নেতৃত্বমূলক
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা