অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১১. স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

১১২. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কবে প্রেরণ করা হয়?

ক. ২০১৮ সালের ১১ মে

খ. ২০১৮ সালের ১২ মে

গ. ২০১৯ সালের ১১ মে

ঘ. ২০১৯ সালের ১২ মে

১১৩. স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

ক. ৫৫তম খ. ৫৬তম

গ. ৫৭তম ঘ. ৫৮তম

১১৪. অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসঙ্গে কতগুলো টেলিফোন কল পাঠানো যায়?

ক. কয়েক লাখ খ. ২ লাখ

গ. ৪ লাখ ঘ. ১০ লাখ

১১৫. স্যাটেলাইট দিয়ে যোগাযোগের ফলে—

i. সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়

ii. ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেড়ে যায় এবং দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়

iii. টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে সঙ্গে সঙ্গে কথাটি না শুনে একটু পরে শোনা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৭৪

গ. ১৯৮৪ ঘ. ১৯৯৪

১১৭. SEA-ME-WE-4 কী?

ক. জাহাজের নাম

খ. বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম

গ. বাংলাদেশের জাহাজের নাম

ঘ. যুদ্ধজাহাজের নাম

১১৮. স্যাটেলাইট সিগন্যাল যেতে পারে কেমন বেগে?

ক. শব্দের বেগে

খ. তড়িৎ বেগে

গ. বাতাসের বেগে

ঘ. আলোর বেগে

১১৯. কোন ধরনের কেব্​ল কাচের তন্তু?

ক. অপটিক্যাল ফাইবার

খ. কো–অক্সিয়াল

গ. টুইস্টেড পেয়ার

ঘ. থিন নেট

১২০. অপটিক্যাল ফাইবার কী?

ক. অত্যন্ত সরু একধরনের কাচের তন্তু

খ. একটি মডেম

গ. রাউটার

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১১.খ ১১২.খ ১১৩.গ ১১৪.ক ১১৫.ঘ ১১৬.ক ১১৭.খ ১১৮.ঘ ১১৯.ক ১২০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা