নিপ্পন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

সমুদ্রের বাথমেট্রিক চার্টবিষয়ক প্রোগ্রাম

নতুন প্রজন্মের সমুদ্রবিজ্ঞানীদের প্রশিক্ষণের জন্য ২০২৩ সালে আগস্টের শেষের দিকে ইউনিভার্সিটি অব হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র ২০তম General Bathymetric chart of the Oceans বিষয়ক কোর্সে আবেদনপত্র আহ্বান করেছে।

  • কোর্সটির মেয়াদ ১২ মাস

  • ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এবং ইউনেস্কোর আন্তসরকারি সমুদ্রবিজ্ঞান কমিশনের যৌথ পৃষ্ঠপোষকতায় এবং নিপ্পন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ কোর্সটি পরিচালিত হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৩।

এ বিষয়ের ওপর বিস্তারিত জানতে ওয়েবসাইট gebco.net/training

আগ্রহী প্রার্থীকে কোর্স আয়োজকদের কাছে সরাসরি [email protected] ই–মেইলে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

জাপানের নিপ্পন ফাউন্ডেশন একটি বেসরকারি, অলাভজনক অনুদান-প্রদানকারী সংস্থা। ফাউন্ডেশনটি বিশ্বব্যাপী সামুদ্রিক উন্নয়ন এবং দেশে এবং বিদেশে মানবিক কাজের জন্য সহায়তা করে থাকে। এই সংস্থাটি সামাজিক কল্যাণ, জনস্বাস্থ্য এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর অবদান রেখে চলেছে।

আরও পড়ুন