সরকারি বৃত্তি নিয়ে কাজাখস্তানের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, আবেদন শেষ ৩০ জুন
কাজাখস্তান সরকার সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে।
আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে। ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য পাওয়া যাবে এই বৃত্তি।
কাজাখস্তান সরকার এ বছর মোট ৫৫০ জন বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে। যার মধ্যে ওআইসি (OIC) ভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য থাকবে ১০০টি বৃত্তি।
বৃত্তির আওতায় যা থাকবে:
সম্পূর্ণ টিউশন ফি
মাসিক ভাতা (পড়াশোনার ওপর নির্ভর করবে)
বৃত্তির আওতায় যা থাকবে না:
শিক্ষার্থীর যাতায়াত খরচ
বাসস্থান খরচ
ভিসাসংক্রান্ত খরচ এবং স্বাস্থ্যবিমা খরচ
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৩
আবেদনের জন্য অনলাইন লিংক: enic-kazakhstan.edu.kz
ধাপে ধাপে বৃত্তির আবেদনের জন্য নিচের নির্দেশনাটি অনুসরণ করুন
বৃত্তিসংক্রান্ত পুস্তিকা:
এ বছর যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাওয়া যাবে এই বৃত্তি:
Almaty University of Power Engineering and Telecommunications
S.Utebayev Atyrau Oil and Gas University
Zhangir Khan West Kazakhstan Agrarian-Technical University
Kazakh Ablai Khan University of International Relations and Foreign Languages
Rudny Industrial Institute
M. Kozybayev North Kazakhstan University
M. Dulaty Taraz University